Kolkata Latest News : কলকাতায় যত্রতত্র জঞ্জাল ফেললেই ৫ হাজার জরিমানা, ঘোষণা মেয়রের – kolkata municipal corporation mayor firhad hakim says person have to pay 5 thousand if they dump waste in the road


শহর কলকাতাকে স্বচ্ছ রাখার জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ করল কলকাতা পুরসভা। এর আগে রাস্তায় যত্রতত্র জঞ্জাল ফেললে জরিমানা বাবদ ধার্য করা হত ৫০ টাকা। কিন্তু, তা সত্ত্বেও দেখা যেত এই বিষয় নিয়ে চরম উদাসিনতা দেখাচ্ছে কিছু মানুষ। এবার তিলোত্তমাকে স্বচ্ছ রাখার উদ্দেশ্যে এই জরিমানার অংক বাড়াল কলকাতা পুরসভা।

শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিম জানান, শহরের যত্রতত্র জঞ্জাল ফেললে ৫০ টাকা নয়, জরিমানা করা হবে পাঁচ হাজার টাকা। ফিরহাদ হাকিম আরও বলেন, “কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুরসভার তরফে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। কিন্তু, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই কিছু মানুষের মধ্যে অসচেতনতা দেখা যাচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখেই জরিমানা বাড়ানো হয়েছে।”

Nabanna : মান রেখেই কাজ শেষের তাড়া মুখ্যসচিবের বৈঠকে
ক্ষুব্ধ ফিরহাদ অধিবেশনে বলেন, “ফ্ল্যাট থেকে রাস্তায় জঞ্জাল ছুড়ে ফেলা একটা অভ্যাস হয়ে গিয়েছে। এতে শহরের রাস্তাঘাট নোংরা হয়। কিন্তু, তা বেশিদিন চলতে পারে না।” পাশাপাশি পোষ্যের মৃত্যুর পর তাদের দেহও রাস্তায় ফেলে যাওয়ার প্রবণতা প্রসঙ্গ উল্লেখ করেন মেয়র।

এই অভ্যাসগুলির ফলে কলকাতার রাস্তাঘাট অত্যন্ত নোংরা হয়, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। এই ধরনের ঘটনা এড়ানোর জন্য এবার উদ্যোগী কলকাতা পুরসভা। ইতিমধ্যেই পোষ্যদের দেহ ফেলার জন্য পুরসভার পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যতে এই ধরনের কোনও ঘটনা ঘটলে গুনতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা।

Derek O’Brien : কংগ্রেসের অনেকেই যোগাযোগ করছেন, বিস্ফোরক ডেরেক
উল্লেখ্য, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পর্যাপ্ত ডাস্টবিন বসানো হয়েছে, এমনটাই মন্তব্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক আধিকারিকের। তিনি বলেন, “রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য যাবতীয় পদক্ষেপ করা হয়। কিন্তু, সে সত্ত্বেও কিছু অভিযোগ উঠছিল।”

তাঁর সংযোজন, “জরিমানার অংক যদি বাড়ানো হয় সেক্ষেত্রে সাধারণ মানুষে অন্ততপক্ষে সেই বিষয়টি মাথায় রেখে সচেতন হবেন। শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য বিপুল অর্থ-পরিশ্রম ব্যয় করা হয়। মুষ্ঠিমেয় মানুষের অসচেতনতায় যদি সেই উদ্যোগ নষ্ঠ হয় সেক্ষেত্রে তার থেকে আপশোসের আর কিছু হতে পারে না।”

Samagra Shikhha Mission West Bengal : মিলল ২,৭৫০ কোটি, স্কুলে পরিকাঠামোয় বাড়তি টাকাও
প্রসঙ্গত, ফেরুল পরিষ্কার করার জন্য ১০০টি ওয়ার্ড এতদিন পুরসভাকে কোনও অর্থ দিত না। কিন্তু, শহরের বাকি ৪৪টি ওয়ার্ডকে তা দিতে হয়। শনিবার কলকাতার পুরসভার মাসিক অধিবেশন থেকে জানানো হয়, এই আলাদা নিয়ম এবার থেকে তুলে নেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *