Kunal Ghosh News : ফুটবল খেলতে গিয়ে পা ভাঙল কুণাল ঘোষের, বুধবার অস্ত্রোপচার – kunal ghosh receives leg injury while playing reporters cup football match


ফুটবল খেলতে গিয়ে বিপত্তি, পা ভাঙল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। শনিবার রিপোর্টার্স কাপ খেলতে নামেন তিনি। কিন্তু খেলতে নেমে চোট পান কুণাল এবং মাঠ ছাড়েন তিনি। পরে পায়ে যন্ত্রনা বাড়লে একটি বেসরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আপাতত তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে। পরে অস্ত্রোপচারও করা হবে বলে সূত্রের খবর।

নিজের চোট পাওয়ার খবর জানিয়ে একটি টুইটও করেন কুণাল ঘোষ। সেখানে পায়ে প্লাস্টার করা কিছু ছবি শেয়ার করেন তিনি। কুণাল লেখেন, “রিপোটার্স কাপ ফুটবল টোর্নামেন্টে অংশ নিয়েছিলাম। কিন্তু, খেলতে গিয়ে গুরুতর চোট পাই। আমার বাম পায়ে চিকিৎসকরা প্লাস্টার করেছেন। আগামী বুধবার আমার অপারেশন হবে। লাগানো হবে প্লেট।”

Subhaprasanna On Kunal Ghosh : আক্রমণের পর এবার ‘হ্যাপি এন্ডিং’? কুণাল ঘোষের মন্তব্য নিয়ে মুখ খুললেন শুভাপ্রসন্ন
ঠিক কী ঘটেছিল?
শনিবার এই ফুটবল ম্যাচে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল দুঁদে রাজনীতিবিদকে। প্রথম হাফে তিনি দাপিয়েছেন মাঠজুড়ে। কিন্তু, বিপত্তি ঘটে সেকেন্ড হাফে। তিনি চোট পান। এরপরেই মাঠ ছাড়তে হয় তাঁকে। কিছুক্ষণ পর তাঁর পায়ে যন্ত্রনা শুরু হওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে যান তিনি।

Arijit Singh Gerua Controversy : ‘অরিজিৎ হয়ত চাপের মুখে এই কথা বলেছেন…’, গেরুয়া বিতর্কে BJP নেতার মন্তব্যে ফের রাজনৈতিক তরজা
তারপরেই জানা যায়, ফিবুলাতে ফ্যাকচার হয়েছে তাঁর। আপাতত সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে তাঁকে। প্লাস্টার বসানো হলেও পরবর্তীতে অস্ত্রোপচার করতে হবে, জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার তাঁর পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু, এই চোটের কারণে তিনি তা পারবেন না। দলীয় কর্মী এবং সাধারণ মানুষের থেকে ক্ষমাও চেয়েছেন তিনি।

কুণালের মন্তব্য, “আমি দুঃখিত। আশা করি সবাই বুঝবেন।” সোশাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। শনিবার ম্যাচ খেলতে নামার আগে নিয়োগ দুর্নীতিতে দলের একাংশের বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ শানানো নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছিলেন কুণাল।

Suvendu Adhikari: তৃণমূলে যোগ দিয়েও হাতে পতাকা তোলেননি সুমন! কটাক্ষ শুভেন্দুর, পালটা কুণাল
তিনি বলেন, “দল পুরো পরিস্থিতির দিকেই নজর রাখছে। কেউ যদি অনৈতিক কোনও কাজের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে কোনও অবস্থাতেই তাকে সমর্থন করা হবে না। আইন আইনের পথে চলবে।” দলকে ‘মেদমুক্ত’ করা হবে , এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যও শোনা যায় কুণাল ঘোষের কণ্ঠে।
এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে সামনে রেখে রাজ্যের শিক্ষাক্ষেত্রে ভিত আদৌ কতটা মজবুত তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তৃণমূলকে তোপ দাগেন তাঁরা। এই প্রসঙ্গে কুণাল বলেছিলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভিত অত্যন্ত মজবুত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *