Madhyamik Exam 2023 : চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন, পা দিয়েই এবারের মাধ্যমিকে মেমারির জগন্নাথ – bardhaman madhyamik specially abled student gave exam by foot


Bardhaman News : ছোটবেলা থেকেই হাত দুটি অচল। তাতে কী ? লেখাপড়ায় কোনও খামতি নেই। দুটো পা সম্বল। পা দিয়ে লেখালিখির কৌশল রপ্ত করেছে সে। পা দিয়ে লিখে এবার মাধ্যমিক পরীক্ষাতেও অংশগ্রহণ করেছে মেমারির (Memari) জগন্নাথ। দুটো হাত শরীরের বৃদ্ধির তুলনায় ছোট ও অচল হওয়ায় নাম রাখা হয়েছিল জগন্নাথ। তবে অদম্য জগন্নাথের পড়াশোনা থেমে থাকেনি। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে লড়ে যাচ্ছে সে।

Madhyamik Pariksha 2023 : প্রবল ইচ্ছে শক্তি নিয়েই মাধ্যমিকে বসল বিশেষভাবে সক্ষম সামশেরগঞ্জের তাজকুরা
সমস্ত প্রতিবন্ধকতাকে জয় তো করেছেই। পরিবারে আর্থিক দিক থেকেও রয়েছে প্রতিকূল পরিবেশ। তার মাঝেই এবার পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মেমারির সিমলা আদিবাসী পাড়ার বাসিন্দা জগন্নাথ মাণ্ডি। আরও বড় বিষয়, এই আদিবাসী পাড়া থেকে এ বছর জগন্নাথই একমাত্র মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

Madhyamik Examination 2023 : জীবনের বড় পরীক্ষায় সামিল শিউলি-অঙ্কিতারা ,অনাথ আশ্রম থেকে মাধ্যমিকে ১৫ আবাসিক
নুদিপুর ভুপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের মাধ্যমিকের ছাত্র জগন্নাথ মাণ্ডি। ওর দুটি হাতই প্রতিবন্ধকতাপূর্ণ। হাতের বদলে পা দিয়েই সে লেখালেখি করে। এভাবেই সে পড়াশুনা চালিয়ে এসেছে এতদিন। এবার জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক। মাধ্যমিক পরীক্ষায় তার সিট পড়েছে বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে।

Madhyamik Exam 2023: রাত পোহালেই রাজ্যে মাধ্যমিক, পড়ুুয়াদের পাশাপাশি পরীক্ষা পর্ষদেরও
জগন্নাথ জানিয়েছে, এখনও পর্যন্ত তার সব পরীক্ষাই ভাল হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন তার মত যারা আছে তাদের জন্য জগন্নাথের জানিয়েছে ”আমার মত যারা আছে, তাঁরা যেন ভালো করে পড়াশোনা করে। পড়াশোনা চালিয়ে যায়।” জগন্নাথ জানিয়েছে, তাঁর স্বপ্ন বড় হয়ে শিক্ষক হওয়ার। সেই লক্ষ্যে এগোচ্ছে সে। আর এই শিক্ষক হয়ে তাঁর মত যারা আছে, তাঁদের পাশে দাঁড়াতে চায় সে।

Madhyamik Exam 2023 : অদম্য জেদেই জয়, সংসার ছেড়ে হিন্দু বন্ধুর সাহায্যে মাধ্যমিকে ৩০-র সখিনা
জগন্নাথের এই প্রচেষ্টায় আনন্দিত প্রতিবেশীরাও। সাঁতরা পাড়ার বাসিন্দা সুভাষ সাঁতরা জানিয়েছেন, জগন্নাথ নিজের মনের জোড়ে পড়াশোনা করছে। পাড়ায় ওই একমাত্র মাধ্যমিক দিচ্ছে। তিনি জানিয়েছেন, জগন্নাথদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। জমি জায়গা কিছুই নেই। বাবা এবং মা দুজনেই আলাদাভাবে ছেড়ে চলে গিয়েছে।

Madhyamik Exam: দৃষ্টিশক্তি ক্ষীণ-২ হাতও অসাড়! রাইটার নিয়েই মাধ্যমিকে বিশেষ চাহিদা সম্পন্ন লাবনী
এখন প্রায় ৯০ বছরের ঠাকুমার কাছে থাকে জগন্নাথ। এক দাদা অন্য জায়গায় কাজ করে, সে কিছু খরচ দেয়। সেই খরচ দিয়েই কোনেওরকমে পড়াশোনা করছে জগন্নাথ। প্রতিবেশী সুভাষ সাঁতরা আরও জানিয়েছেন, যে কদিন পরীক্ষা হবে তিনিই জগন্নাথকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব নিয়েছেন। জগন্নাথ জানিয়েছে, গড়ে প্রতিদিন চার ঘণ্টা পড়াশোনা করে সে। ছিল একটি মাত্র প্রাইভেট টিউটর। যদিও সে জানিয়েছেন, স্কুলের শিক্ষকরা তাকে সর্বতোভাবে সাহায্য করেছে।

Madhyamik Examination 2023 : মাধ্যমিকের মাঝেই হঠাৎ অজ্ঞান পরীক্ষার্থী! স্কুলের সহায়তায় সুস্থ হয়ে পরীক্ষা শেষ
পরীক্ষাকেন্দ্র বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্যা তরফদার জানিয়েছেন, পা দিয়ে জগন্নাথ এত সুন্দর করে লিখছে প্রত্যেকের ভাল লাগছে। প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাচ্ছে এর থেকে অন্যান্যরা অনুপ্রাণিত হবে। পায়ের লেখাও অতি সুন্দর, এবং গুছিয়ে লিখছে। জগন্নাথের পরীক্ষার ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে গোটা পাড়ার লোকজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *