Road Accident Latest : ওডিশায় দুর্ঘটনায় শেষ বসিরহাটের ৭ বাসিন্দা – odisha road accident basirhat 7 death


এই সময়, বসিরহাট: পড়শি রাজ্য ওডিশায় একটি পথ দুর্ঘটনা একসঙ্গে কেড়ে নিল উত্তর ২৪ পরগনার বসিরহাটের একই তল্লাটের সাত জনের প্রাণ।শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ওডিশার জাজপুর স্টেশন সংলগ্ন নেউলপুর এলাকায়, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। দু’দিক থেকে আসা দ্রুত গতির দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

Madhyamik Exam 2023 : দুর্ঘটনায় মৃত্যু বাবার, চোখের জলে মাধ্যমিক কাশ্মীরের
দুর্ঘটনাগ্রস্ত দু’টি ট্রাকের একটিতে বসিরহাটের ধান্যকুড়িয়ার ছ’জন শ্রমিক ও এক জন গাড়ির চালক ছিলেন। উত্তর ২৪ পরগনা পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, মুরগি নিয়ে আসার জন্য তাঁরা ওডিশার এক জায়গায় যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছনোর আগেই দুর্ঘটনাটি ঘটে। ওডিশা পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা ছ’জন শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

Nadia Bike Accident : মেলা দেখে ফেরার পথে দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু ২ যুবকের
চালককে গুরুতর জখম অবস্থায় কটক হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। সূত্রের খবর, ওই ট্রাকের পিছনে ছিল বসিরহাটের অন্য একটি ট্রাক। সেখানেও ছিলেন বসিরহাটের বাসিন্দা কয়েক জন শ্রমিক, যাঁরা মুরগি আনতেই যাচ্ছিলেন।

Jalpaiguri Accident : ময়নাগুড়িতে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ৩ শ্রমিকের
নিজেদের এলাকার দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে দেখে তাঁরাই মৃত শ্রমিকদের ও চালকের বাড়িতে ফোন করে দুর্ঘটনার খবর জানান। ওই শ্রমিকরা মৃতদের নাম-ধাম ও পরিচয় জানান ওডিশা পুলিশকেও। কিছুক্ষণের মধ্যে ওডিশা পুলিশের তরফে বিষয়টি পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়। ওডিশা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Bus Accident : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, লরিতে ধাক্কা মেরে উলটালো যাত্রীবোঝাই বাস
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত সাত জনের নাম: সুরয মণ্ডল (৪৩), আমিরুল আলি সর্দার (৩০), করিম সর্দার (২৬), আমজেদ আলি সর্দার (৩৩), আরিফ সর্দার (২৭), জাহাঙ্গির সর্দার (৩১) ও মোয়াজ্জেম সর্দার (৩২)। এঁদের মধ্যে সুরয ছিলেন ওই ট্রাকের চালক। তাঁর বাড়ি ধান্যকুড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তার আধ কিলোমিটার দূরে, ধান্যকুড়িয়ার নেহালপুরের সর্দারপাড়ায় বাকি ছ’জনের বাড়ি।

Dakshin 24 Pargana Accident : বাইক-টাটা সুমো মুখোমুখি সংঘর্ষ, মর্মান্তিক পরিণতি মাধ্যমিক পরীক্ষার্থীর
এ দিন ধান্যকুড়িয়া গ্রামে ঢুকতেই কেবল কান্নার রোল শোনা গেল। স্থানীয় বাসিন্দারা জানালেন, দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। আমিরুল আলি সর্দার, আমজেদ আলি সর্দার ও আরিফ সর্দার। ওই ছ’জন শ্রমিকই মুরগির কারবারে যুক্ত একটি সংস্থায় কাজ করতেন।

Hooghly News : আরামবাগে গাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শুকনো গাছ! তারপর…
শুক্রবার রাতে তাঁরা ওডিশার উদ্দেশে নেহালপুর থেকে ট্রাকে চড়ে রওনা হন। তার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রামে এসে পৌঁছয় ওই মর্মান্তিক খবর। এ দিন নেহালপুরের সর্দারপাড়ার কোনও বাড়িতে উনুন জ্বলেনি। স্থানীয় পঞ্চায়েত সদস্যার বাড়িতে রান্না করে মৃত পরিবারের সদস্যদের খাওয়ার ব্যবস্থা করা হয়।

Bardhaman Suicide Case : কোটি কোটির সম্পত্তির মালিক পরিবার, মা ও ২ মেয়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বর্ধমান শহরে
তবে মৃতদের পরিবারের প্রায় কোনও সদস্যই খাবার মুখে তুলতে পারেননি। ট্রাকের চালক, মৃত সুরয মণ্ডলের ছেলে এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাবার মৃত্যুর খবর এসে পৌঁছনোর পরেও ওই কিশোরকে প্রতিবেশীদের উদ্যোগে পরীক্ষার হল-এ পাঠানো হয়। কিন্তু এরই মধ্যে তার মা অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা দিয়ে ছেলে বাড়ি ফেরার পর সুরয মণ্ডলের স্ত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন গ্রামের মানুষ ।

Madhyamik Exam 2023 : মাধ্যমিকে বসার আগেই মর্মান্তিক পরিণতি শিলিগুড়ির মেধাবী ছাত্রের, পিষে দিল হাতি
দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের বাড়িতে যান বসিরহাট-২ নম্বর ব্লকের বিডিও জয়দীপ চক্রবর্তী, বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিংহ মহাপাত্র ও মাটিয়া থানার ওসি তাপস ঘোষ। রাজ্যের শাসক দলের তরফে বসিরহাট-উত্তর বিধানসভা কমিটির চেয়ারম্যান এটিএম আবদুল্লা রনি, বসিরহাট-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মিহির ঘোষ, দলের শ্রমিক সংগঠনের নেতা কাজী মাহমুদ হাসান-সহ নেতারা শোকগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন।

Howrah Bus : প্যাসেঞ্জার তোলা নিয়ে চরম রেষারেষি! হাওড়ায় বাস ভাঙচুর যাত্রীদের
এটিএম আবদুল্লা রনি বলেন, ‘দুর্ঘটনায় একসঙ্গে এলাকার সাত জনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা। বেশ কয়েক বছর ধরে এলাকার শ্রমিকরা ভিন রাজ্যে পথ দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। এই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার।’ মিহির ঘোষের বক্তব্য, ‘সাহায্যের ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব।’

Dum Dum Murder Case : পরকীয়ার জের! প্রেমিকাকে আধমরা করে হাসপাতালে ভর্তি, মৃত্যু মহিলার
মৃতদের পরিবারের কয়েক জন সদস্য ইতিমধ্যেই জাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা আজ, রবিবার ভোরে সাত জনের দেহ নিয়ে ওডিশা থেকে বসিরহাটের উদ্দেশে রওনা হবেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *