Shah Rukh Khan| Kabhi Haan Kabhi Naa: সাফল্যের চূড়ায় ‘পাঠান’, শাহরুখ ডুব দিলেন ‘কভি হা কভি না’-র নস্টালজিয়ায়…


Shah Rukh Khan, Kabhi Haan Kabhi Naa, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার স্মৃতির সরণী বেয়ে কিছুটা অতীতে ফিরে গেলেন শাহরুখ খান। সারা বিশ্বজুড়ে ঝড় তুলেছে তাঁর নয়া ছবি ‘পাঠান’। কিন্তু এর মাঝেই ২৯ বছরের পুরনো ছবি ‘কভি হা কভি না’-র সময়ে ফেরত চলে গেলেন শাহরুখ। ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল সুনীল। সেই সুনীলেরই একটি ছবি পোস্ট করেন সুপারস্টার। ছবিতে সুনীল ছিলেন এক জন স্ট্রাগলিং মিউজিশিয়ান। সেই চরিত্রে নজর কেড়েছিলেন নবাগত শাহরুখ। রবিবার শাহরুখ লেখেন যে, সেই ছবি তাঁকে কী শিখিয়েছে?

আরও পড়ুন- Ranbir Kapoor| Sourav Ganguly: বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর! কলকাতায় এসে কী বললেন অভিনেতা?

‘কভি হা কভি না’র একটি ছবি পোস্ট করে আবেগতাড়িত শাহরুখ লেখেন, ‘সেই পর্যায়ে…সেই বয়সে…..কাঁচা….অনিয়ন্ত্রিত…নৈপুণ্য তখনও অনির্ধারিত….ভারতের সেরা কাস্ট এবং ক্রু দিয়ে আবর্তিত এবং একজন পরিচালক যাকে আমি প্রতিদিন মিস করি! আমাকে শিখিয়েছে যে মাঝে মাঝে তুমি মুহূর্ত হেরে যাও…কিন্তু বাকি সব জিতে যাও…আমি নিশ্চিত কোথাও না কোথাও সুনীলও করেছে!’ শাহরুখ খান পোস্টটি শেয়ার করার পরপরই তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু এবং ভক্তরা কমেন্ট করতে শুরু করে। বাণী কাপুর এবং শ্রুতি হাসান শাহরুখের পোস্টে ভালোবাসার ইমোটিকন দিয়েছেন। একজন লিখেছেন, “এটি আমার সর্বকালের প্রিয়। আমি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের চেয়ে কভি হা কভি না বেশি দেখেছি,” অন্য একজন লিখেছেন, “সর্বকালের প্রিয় সুনীল”।

আরও পড়ুন- Arijit Singh-Rupankar Bagchi: ‘হু ইজ অরিজিৎ সিং ম্যান?’, ফের কটাক্ষের মুখে রূপঙ্কর…

অন্যদিকে শাহরুখ খান তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা পাঠান-এর সাফল্যে মুগ্ধ। শাহরুখের পাশাপাশি এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত  সিনেমাটি বক্স অফিসে সব রেকর্ড ভেঙে চলেছে। এখনও অবধি  সিনেমাটি ভারতে হিন্দিতে ৫০৫.০৫ কোটি আয় করেছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে পঞ্চম সপ্তাহে শনিবারে পাঠানের আয় বহুগুণ বেড়ে গেছে। রবিবার অর্থাৎ আজ পাঠানের জন্য বেশ গুরুত্বপূর্ণ দিন। এখনও অবধি পঞ্চম সপ্তাহে শুক্রবার ১ কোটি, শনি ১.৯৫ কোটি আয় করেছে এই ছবি। এখনও অবধি ভারতে পাঠানের মোট আয় ৫০৫.০৫ কোটি টাকা। এই বছরেই মুক্তি পাবে শাহরুখ খানের আরও দুই ছবি। দক্ষিণী পরিচালক অ্যাটলির ছবিতে তাঁকে দেখা যাবে অ্যাকশন মুডে। ছবির নাম জওয়ান। বছর শেষে মুক্তি পাবে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ডাঙ্কি। এই প্রথম রাজকুমার হিরানির ছবিতে দেখা যাবে অভিনেতাকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *