Weather Forecast: মার্চেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি! রবিবার ২ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা – west bengal weather forecast kolkata highest temperature may touch 35 degree predicts imd


ফেব্রুয়ারি কাটবে নির্বিঘ্নেই। দহন জ্বালার কোনও সম্ভাবনা নেই। কিন্তু, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গরমে হাঁসফাঁস করতে পারে শহরবাসী। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টিপাত। আগামী পাঁচ দিন রাজ্যের আবহাওয়া পরিবর্তনের সেভাবে কোনও সম্ভাবনা নেই।

Weather Forecast : মার্চেই ৪০ ডিগ্রি? উইকেন্ডে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর থেকে শীত গায়েব। তবে আমেজ কিছুটা রয়ে গিয়েছে। কিন্তু, মার্চের প্রথম সপ্তাহ থেকেই বদলাতে পারে চিত্রটা। কিছুটা বাড়বে তাপমাত্রা। গতকাল অর্থাৎ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

West Bengal Government : পুরসভায় কড়া শর্ত পুনর্নিয়োগে
এদিন কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী পাঁচ দিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। একইসঙ্গে ফেব্রুয়ারি মাসে শহরের তাপমাত্রা নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বদলাতে পারে পরিস্থিতি।

DA Latest News : রাজ্যজুড়ে DA-এর দাবিতে কর্মবিরতির ডাক, উলটপূরাণ হুগলিতে!
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আগামী পাঁচদিন সেখানে বড় কোনও হাওয়া বদলের সম্ভাবনা নেই। শীতের হালকা আমেজ থাকবে কিছু কিছু জেলায়। ভোর এবং রাতের দিকে শিরশিরানি ঠান্ডা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও বাড়বে।

দক্ষিণবঙ্গের কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

DA West Bengal Latest News: ১ মার্চ থেকেই দুই কিস্তি মিলিয়ে মোট ৬ শতাংশ বর্ধিত DA, বিজ্ঞপ্তি জারি নবান্নের
কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া?
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে জানা যাচ্ছে এমনটাই। তবে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।

DA West Bengal News: ডিএ আন্দোলনকারীদের বাড়িতে পুলিশি অনুসন্ধান? ‘দিল্লিতে ধর্নায় বসুন’, পালটা মানসের
এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উপর। ফলে সংশ্লিষ্ট দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওপার বাংলার আবহাওয়া দফতর সূত্রে খবর এমনটাই। উল্লেখ্য, এই বছর মার্চ মাসের প্রথম দিকে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *