মাথায় জমেছে জল-রয়েছে নার্ভের সমস্যা, কেমন আছেন মুকুল রায়? জানালেন শুভ্রাংশু


রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এখন কেমন আছেন মুকুল রায়? জানালেন পুত্র শুভ্রাংশু (Subhrangshu Roy)।

Mukul Roy : ফের অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে

মুকুল রায়ের হেলথ আপডেট (Mukul Roy Health Update)

এই সময় ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বলেন, “বাবার তো একটা দীর্ঘদিনের স্নায়ুজনিত সমস্যা রয়েছে। মাথায় মাঝে মধ্যেই জল জমে। এখনও তাই হয়েছে। মাথায় জল জমার জন্য শরীরের স্বাভাবিক ভারসাম্য রাখতেও সমস্যা হচ্ছে। এছাড়াও বাবা পার্কিনসন রোগে আক্রান্ত। ফলে সার্বিকভাবে শারীরিক অবস্থার অবণতি হয়েছে।”

Mukul Roy Son: “সুগারের জন্য মাথায় ব্লাড ক্লট হয়েছে”, মুকুলের শারীরিক পরিস্থিতি জানিয়ে শুভেন্দুকে তোপ শুভ্রাংশুর
শুভ্রাংশু রায় জানিয়েছেন, রবিবার সকাল থেকেই মুকুল রায়ের শারীর আনচান করতে থাকে। রাতে শারীরিক অবস্থার অবণতি হওয়ায় পরিবারের তরফে আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। রাতেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত স্নায়ুরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।

”অন্য কাননে গিয়ে পড়ে মুকুল”, ভিডিয়ো ফাঁস করে কটাক্ষ শুভেন্দুর

মুকুল রায়কে কবে ছাড়া হবে হাসপাতাল থেকে?

শুভ্রাংশু রায় বলেন, “আপাতত চিকিৎসকরা বাবাকে দেখছেন। আজ তাঁরা কী রিপোর্ট দেন তাঁর উপর নির্ভর করছে কবে তাঁকে ছাড়া হবে। হতে পারে আজকের দিনটা রেখে আগামীকালই ছেড়ে দেওয়া হতে পারে বাবাকে।” শুভ্রাংশুর আরও সংযোজন, “বাবা সম্পূর্ণ সচেতন রয়েছেন। আমাদের সঙ্গে কথাও বলেছেন।”

২০২২ সালেও একাধিকবার অসুস্থ হয়েছিলেন মুকুল রায়। তাঁর বরাবর সুগারের সমস্যা রয়েছে। তাঁর মাথায় ক্লট তৈরি হয়েছিল সেই থেকেই। আর এই ক্লটের জন্যেই নার্ভের সমস্যা দেখা যায়। এর সমাধানে অপারেশনের প্রয়োজন ছিল। কিন্তু, বয়সজনিত কারণে সেই অপারেশন করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, একসময় মুকুল রায়কে তৃণমূলের (Trinamool Congress) চাণক্য বলা হত। নেত্রীর ডানহাত ছিলেন তিনি। রাজনীতির ময়দানে মুকুলের ক্ষুরধার মস্তিষ্কের তারিফ করতেন বিরোধীরাও। দলের একদা সেকেন্ড ইন কম্যান্ডের রাজনৈতিক প্রজ্ঞা ফের একবার পঞ্চায়েতে কাজে লাগাতে চাইছে জোড়াফুল। এমনটাই মনে করছিলেন রাজনৈতিক মহলের একাংশ। তবে তিনি আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বিগ্ন দল। মুকুল রায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর হেলথ আপডেটের উপর নজর রাখছে তৃণমূল। দলীয় নেতা কর্মীরাও মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *