Abhijit Ganguly Justice : মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করুক ED, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit gangopadhyay asks ed to confiscate all the properties of manik bhattacharya


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 27 Feb 2023, 3:29 pm

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এবার কড়া নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

হাইলাইটস

  • মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
  • ED-কে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
  • জরিমানার পাঁচ লাখ টাকা না দেওয়ায় এই নির্দেশ
মানিক ভট্টাচার্যকে নিয়ে এবার বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন পর্ষদ সভাপতির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি। তাঁর বিরুদ্ধে সঠিকভাবে OMR শিট জমা না দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক চাকরিপ্রার্থী। এই মামলার পরিপ্রেক্ষিতে শাস্তিস্বরূপ মানিক ভট্টাচার্যকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল আদালত।

Manik Bhattacharya Son : নজরে মানিক পুত্রর লন্ডন সফর, রহস্য উদঘাটনে বিদেশ মন্ত্রকের সাহায্য নিচ্ছে ED
কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জরিমানার টাকা জমা করেননি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। আর তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-কে। তবে এ ক্ষেত্রে বিচারপতি এও জানিয়েছেন, যদি মানিক ভট্টাচার্য তাঁর জরিমানার পাঁচ লাখ টাকা ফেরত দিয়ে দেন, তবে বাজেয়াপ্ত করার সম্পত্তি তাঁকে পুনরায় ফেরত দেওয়া হবে।

রিফ্রেশ করতে থাকুন …

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *