Alipurduar News : মজুরি বৃদ্ধির দাবিতে হাসপাতালের স্টাফদের কর্মবিরতি! ভোগান্তিতে রোগীরা – alipurduar hospital staff strike to demand wage hike


West Bengal News : সোমবার সকাল থেকে কর্ম বিরতিতে সামিল হলেও আলিপুরদুয়ার জেলা হাসপাতালের (Alipurduar District Hospital) সাপোর্টিং স্টাফরা । জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ১০০ টাকা মজুরিতে কাজ করছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের (Alipurduar District Hospital) সাপোর্টিং স্টাফরা ।

Madhyamik Pariksha 2023 : হাসপাতালে শুয়ে মাধ্যমিক আলিপুরদুয়ারের দেবজ্যোতির, পাশে প্রশাসন
একাধিকবার জেলা হাসপাতাল সুপার এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে মজুরি বৃদ্ধির দাবিতে তাদের সমস্যার কথা জানালেও, সুরাহা মেলেনি। সম্প্রতি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপারের দায়িত্বে যোগ দিয়েছেন ডা: পরিতোষ মন্ডল এবং হালেই জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল।

Swasthya Sathi : উন্নত হাসপাতালে খরচের ঊর্ধ্বসীমা বৃদ্ধি স্বাস্থ্যসাথীতে
ফলে দীর্ঘদিন ধরে তাদের সমস্যা সুরাহা না হওয়ায়, এদিন নতুন হাসপাতাল সুপার এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে নিজেদের সমস্যার কথা জানান দিতে কর্ম বিরতিতে সামিল হলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সাপোর্টিং স্টাফরা। জানা গিয়েছে, এদিন সকাল ১০ টা থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছেন জেলা হাসপাতালের ৫০ জনেরও বেশি সাপোর্টিং স্টাফ।

Birbhum Fire Accident : সাঁইথিয়ার সরকারি হাসপাতালে আগুনে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা, টর্চ জ্বেলে চলছে চিকিৎসা
আর এই ঘটনায় দুর্ভোগে পড়েন জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। জানা যায়, সাপোর্টিং স্টাফদের কর্ম বিরতি থাকায় বহির্বিভাগের টিকিট কাউন্টার পর্যাপ্ত পরিমাণে না খোলায় দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাননি বহু রোগী।

Anubrata Mondal Latest News: শ্রীঘরে সাত মাস, এক ধাক্কায় ১৯ কেজি ওজন কমল অনুব্রতর
অবশেষে দুপুর সাড়ে বারোটা নাগাদ মহিলাদের জন্য আলাদা একটি টিকিট কাউন্টার চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরেই ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমগ্র ঘটনায় দূরদূরান্ত থেকে আসা রোগী ও রোগীর আত্মীয়দের দুর্ভোগের মুখে পড়তে হয়।

Institute Of Pharmacy Jalpaiguri : হাসপাতালে চিকিৎসার জন্য আসন সংরক্ষণ চাই, ফার্মেসির পড়ুয়ারা দ্বারস্থ CMOH-র
এই বিষয়ে কর্ম বিরতিতে বসা এক অস্থায়ী কর্মী অভিযোগ করে বলেন, “প্রায় ৬ বছর ধরে এই হাসপাতালে আমরা লাগাতার পরিষেবা দিয়ে গিয়েছি। করোনা কালে প্রাণ হাতে নিয়ে কাজ করেছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কোনও কথাই ভাবেননি। উপরন্তু ভিক্ষার পাত্র হিসেবে আমাদের দেখা হয়েছে। আমাদের বেতন বাড়েনি। এসবের প্রতিবাদেই আমাদের আজ এই কর্ম বিরতি”।

Blood Donor Kolkata: রক্তসঙ্কটে পাশে থাকবে ‘ব্লাডলাইন প্লাস’, কলকাতায় চালু দুর্দান্ত অ্যাপ
হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আশ্বাসবানী মেলেনি বলেই জানিয়েছেন তাঁরা। অস্থায়ী কর্মীরা মেনে নিচ্ছেন, তাঁদের এই কর্ম বিরতির জন্য হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনেরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার জন্য তাঁরা দুঃখিত। কিন্তু তাঁদের নিজেদের দুঃখ দুর্দশার কথা কে চিন্তা ভাবনা করবে, এই প্রশ্ন তুলেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন অস্থায়ী কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *