Asansol Municipal Corporation: আসানসোল পুরসভার ২ নম্বর বরো চেয়ারম্যানের নাম প্রস্তাব ঘিরে অশান্তি, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব – chaos at asansol borough chairman election


West Bengal Local News: প্রায় একবছর পর আসানসোল পুরসভার (Asansol Municipal Corporation) বরো চেয়ারম্যান নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করেই ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল। সামনে এল শাসকদলের মধ্যেকার মতান্তর। সোমবার ১০টি বরো চেয়ারম্যানের নাম প্রস্তাবকে কেন্দ্র করেই সামনে আসে দলের অন্তর্দ্বন্দ্ব।

জানা গিয়েছে, সোমবার এই ১০ টি বরো চেয়ারম্যানের নাম প্রস্তাবের পর কাউন্সিলরদের দ্বারা ভোটাভুটিতে তাদেরকে নির্বাচিত করা হয়। কিন্তু, ২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান হিসেবে মহম্মদ মোজাম্মেল হোসেনের নাম প্রস্তাব হতেই প্রাক্তন ব্লক সভাপতি তথা কাউন্সিলর অলোক বসু নির্বাচন বয়কট করেন। শুধু তিনি নয়, তার সঙ্গে শাসকদলের আরও চারজন কাউন্সিলর এই নির্বাচন বয়কট করে বেরিয়ে যান।

Asansol News: ‘বঞ্চিত আসানসোল…’, জিতেন্দ্রর অভিযোগের পালটা মাস্টার প্ল্যানের বিবরণ তৃণমূল নেতার

অলোক বসু বাইরে এসে জানান, ”রানীগঞ্জের মানুষের স্বার্থেই আমরা এই নির্বাচন বয়কট করলাম। তার কারণ হচ্ছে যাদেরকে বরো চেয়ারম্যান করা হচ্ছে তারা রানীগঞ্জের মানুষের স্বার্থের জন্য কাজ করবে না।”

অন্য এক কাউন্সিলর রাজু সিং জানান, ”প্রকাশ্যে নির্বাচন করার উদ্দেশ্যই হচ্ছে ভয় দেখিয়ে নির্বাচন করানো। যদি গোপন ব্যালটে ভোট করত তাহলে অনেক কাউন্সিলারই বিরোধিতা করত। কিন্তু ,যেহেতু প্রকাশ্যে ভোট হচ্ছে, তাই ভয়ে অনেক কাউন্সিলর সমর্থন জানাতে বাধ্য হচ্ছে।”

Asansol Stampede : আগাম জামিন খারিজ হতে জিতেন্দ্র-চৈতালির বাড়িতে পুলিশ, আসানসোল কম্বলকাণ্ডে নয়া মোড়?

অন্যদিকে নির্বাচিত বরো চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানিয়েছেন,” সবাইকে নিয়েই একসঙ্গে আগামী দিনে চলব। যারা বিক্ষুব্ধ হয়ে ওয়ার্ক আউট করলেন তাদেরকেও সঙ্গে নেব। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানান দলীয় সিদ্ধান্তেই বরো চেয়ারম্যান প্রস্তাব করা হয়েছে। প্রত্যেক কাউন্সিলারই সমর্থন জানিয়েছেন। যারা সমর্থন করলেন না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।”

আসানসোল পুরনিগমের মেয়র পরিষদদের নাম ঘোষণা করা হয় ২০২২ সালের জুন মাসে। আসানসোল পুরনিগমের (Asansol municipal Corporation) মেয়র বিধান উপাধ্যায় মেয়র পারিষদ হিসেবে ইন্দ্রানী মিশ্র, গুরুদাস চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী, মানস দাস এবং দিব্যেন্দু ভগত এই পাঁচ জনের নাম ঘোষণা করেন।

Durgapur Shootout : আসানসোলের পর দুর্গাপুরে শ্যুটআউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

উল্লেখ্য, ২০২১-এর এপ্রিল থেকে তুলে নেওয়া হয়েছিল আসানসোল পুর এলাকায় বহুতল আবাসনে জলের সার্ভিস চার্জ। ফের তা চালু হয় গত বছরের সেপ্টেম্বর মাস থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *