Co Operative Election : তৃণমূলের হাতছাড়া এগরা সমবায় – east medinipur egra co operative election cpim and bjp alliance wins


এই সময়, এগরা: মহিষাদলের তাজপুর সমবায় সমিতির ১২ আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পেলেও এগরার নস্করপুর সমবায় সমিতিতে জয় পেল অলিখিত বাম-বিজেপি জোট। নন্দকুমারের পর এগরা সমবায়ে জোটের জয়ে খুশি বিরোধী শিবির। রবিবার এগরার সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির নির্বাচন হয়। এই সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনে দাঁড়িয়েছিলেন

Co Operative Election: পঞ্চায়েত ভোটের আগে তেহট্টের সমবায়ে ভরাডুবি TMC-র, কারণ নিয়ে মুখ খুলল শাসকদল
বাম, কংগ্রেস, বিজেপি সমর্থিত প্রার্থীরা। যদিও এই সমবায় সমিতির নির্বাচনে কোনও জোট হয়নি বলে জেলা সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত বলেন, ‘রাজনৈতিক কোনও জোট না হলেও মানুষের জোট হয়েছে। সমবায় নির্বাচন কোনও রাজনৈতিক নির্বাচন নয়। মানুষের জোটের জয় প্রমাণ করে দিয়েছে, পঞ্চায়েতে মানুষ কার পক্ষে রায় দেবে।’

Sagardighi By Election : রাত পোহালে সাগরদিঘিতে উপনির্বাচন, শান্তিপূর্ণ ভোটের জন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত কমিশনের
অন্য দিকে, মহিষাদলের তাজপুর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন পর্বে এক আসনে জয় পেয়েছিল তৃণমূল সমর্থিত প্রার্থী। রবিবার বাকি ১১টি আসনে নির্বাচন হয়। সব ক’টিতেই জয় পায় তৃণমূল।

Tripura CM Manik Saha : ‘আগে তো ছাপ্পা ভোট হয়েছে’, বিস্ফোরক দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, ‘বিক্ষিপ্ত ভাবে দু-একটা সমবায় নির্বাচনে বিরোধীরা জয় পেলেও সমবায়ে তৃণমূলের একের পর এক জয় বলে দিচ্ছে পঞ্চায়েতে আমাদরেই জয় হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *