CV Ananda Bose: বোসকে ‘বিজেপি ক্যাডার’ থেকে ‘ধনখড়ের উত্তরসূরী’ সম্বোধন! ‘জাগোবাংলা’-য় তুমুল সমালোচনা রাজ্যপালের – trinamool congress official newspaper criticises west bengal governor cv ananda bose role


West Bengal Local News: রাজভবন-নবান্নের আকাশে ফের সংঘাতের মেঘ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকে কনভয়ের উপর হামলার (Nisith Pramanik Attack) ঘটনায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose) কড়া বিবৃতির পরেই তৃণমূলের মুখপত্রে রাজ্যপালকে নিশানা। তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-এ ঝাঁঝালো ভাষায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সমালোচনা করা হয়েছে।

শাসকদলের মুখপত্রে বাংলার নয়া রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে বিজেপির ক্যাডার বলে বর্ণনা করা হয়েছে । এখানেই শেষ নয়, পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্যের সদ্য অতীত তিক্ত অতীতকে মনে করিয়ে দিচ্ছেন সিভি আনন্দ বোস বলেও অভিযোগ তোলা হয়েছে।

West Bengal Governor : ‘রাজ্যপাল চুপ করে থাকবে না…’, নিশীথের কনভয়ে হামলা নিয়ে কড়া বিবৃতি রাজভবনের

সোমবার তৃণমূলের মুখপত্রে ছাপা সম্পাদকীয়তে রাজ্যপালের সাম্প্রতিক বিবৃতি নিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রাজ্যপাল বোস সরব হলেও তিনি বিএসএফ-এর অত্যাচার নিয়ে কেন চুপ সেই নিয়ে প্রশ্ন তুলেছে ‘জাগো বাংলা’। মুখপত্রে অভিযোগ, বিজেপির কথা এক তরফাভাবে শুনে সিদ্ধান্ত নিচ্ছেন। একইসঙ্গে বলা হয়েছে, পূর্বসুরী ধনখড়ের পথেই হাঁটছেন সিভি আনন্দ বোস।

শাসকদলের দৈনিকের লেখা অনুযায়ী, বিএসএফ যুবককে ১৮০টি ছররা গুলিতে খুন বা বিএসএফ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে একটি কথাও খরচা করেননি রাজ্যপাল। তাই তাঁকে বিজেপির ক্যাডার বলে দাগিয়ে দেওয়া হয়েছে ওই মুখপত্রে।

Governor CV Ananda Bose: সরকারি হাসপাতালের পরিষেবাতেই আস্থা রাজ্যপালের, গলার চিকিৎসায় এবার SSKM-এ সিভি বোস

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য-রাজ্যপাল মধুচন্দ্রিমা পর্ব শেষে ফের সংঘাতের আবহ। হাতেখড়ির সৌজন্য শেষে মনোমালিন্য দেখা দেয় সচিব নন্দিনী চক্রবর্তীর স্থানাস্তর নিয়ে। তারপরই রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থানের সঙ্গে সঙ্গে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্যপালের কড়া বিবৃতিতেই ফের ধনখড় পর্বের নস্ট্যালজিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *