সোমবার তৃণমূলের মুখপত্রে ছাপা সম্পাদকীয়তে রাজ্যপালের সাম্প্রতিক বিবৃতি নিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রাজ্যপাল বোস সরব হলেও তিনি বিএসএফ-এর অত্যাচার নিয়ে কেন চুপ সেই নিয়ে প্রশ্ন তুলেছে ‘জাগো বাংলা’। মুখপত্রে অভিযোগ, বিজেপির কথা এক তরফাভাবে শুনে সিদ্ধান্ত নিচ্ছেন। একইসঙ্গে বলা হয়েছে, পূর্বসুরী ধনখড়ের পথেই হাঁটছেন সিভি আনন্দ বোস।
শাসকদলের দৈনিকের লেখা অনুযায়ী, বিএসএফ যুবককে ১৮০টি ছররা গুলিতে খুন বা বিএসএফ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে একটি কথাও খরচা করেননি রাজ্যপাল। তাই তাঁকে বিজেপির ক্যাডার বলে দাগিয়ে দেওয়া হয়েছে ওই মুখপত্রে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য-রাজ্যপাল মধুচন্দ্রিমা পর্ব শেষে ফের সংঘাতের আবহ। হাতেখড়ির সৌজন্য শেষে মনোমালিন্য দেখা দেয় সচিব নন্দিনী চক্রবর্তীর স্থানাস্তর নিয়ে। তারপরই রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থানের সঙ্গে সঙ্গে অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্যপালের কড়া বিবৃতিতেই ফের ধনখড় পর্বের নস্ট্যালজিয়া।
