Ganga River : বন্ধুদের নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ! নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্র – howrah youth jumped from launch into ganga river and then lost


Howrah News : উদ্দেশ্য ছিল বন্ধুদের সঙ্গে রবিবার ছুটির দিনে সাঁতার কাটা, আর সেইসঙ্গে মাঝগঙ্গায় স্টান্ট দেখানো। কিন্তু তা করতে গিয়ে যে ভয়াবহ ঘটনা ঘটে যাবে, সেটা কখনই বুঝতে পারেনি তিন বন্ধু। একসঙ্গে গঙ্গায় (Ganga River) সাঁতার কাটতে মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ মেরেছিল ওই তিনজন। তারপর দুই বন্ধু যথাসময়ে সাঁতরে পারে উঠে এলেও একাদশ শ্রেণি এক ছাত্রের হদিশ মেলেনি। রবিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া (Howrah) জেলার রামকৃষ্ণপুর ঘাটে।

Vidyasagar Setu : দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, সাত সকালেই আত্মহত্যার চেষ্টা ব্যক্তির
তারপর ছাত্রটির খোঁজে রিভার ট্রাফিক পুলিশের তরফে গঙ্গায় তল্লাশি চালানো হয়। কিন্তু এখনও পর্যন্ত ওই ছাত্রটির কোনও হদিশ মেলেনি বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ শিবপুরের উমাচরণ বসু লেনের এক ছাত্র তার দুই বন্ধুর সঙ্গে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সাঁতার কাটতে গিয়েছিল।

Vidyasagar Setu : ‘ভালোবাসার নাম অরিজিৎ!’ ফেসবুক পোস্ট করে সেতু থেকে মরণঝাঁপ সদ্যবিবাহিত যুবকের
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তিন বন্ধু লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ মারে। দুজন সাঁতার কেটে পাড়ে পৌঁছলেও সুরজ পাশওয়ান (১৮) নামে একাদশ শ্রেণীর ওই ছাত্রের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও গঙ্গায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত ওই ছাত্রের কোনও হদিশ মেলেনি।

Purulia News : হস্টেলে পেঁয়াজ-রসুনের গন্ধ পছন্দ নয়! গীতা হাতে স্কুল ছেড়ে পালায় পুরুলিয়ার পড়ুয়া
১৮ বছর বয়সি সুরজ শিবপুরের উমাচরণ বসু লেনের বাসিন্দা। গঙ্গা পারাপারের সময় লঞ্চ থেকে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে সাঁতার কাটার জন্য ঝাঁপ মারে। তারপরই নিখোঁজ হয়ে যায় একাদশ শ্রেণির ছাত্র সুরজ। ওই ছাত্র আদৌ সাঁতার জানত কিনা, ঠিক কী কারণে লঞ্চ থেকে ঝাঁপ দিয়েছিল, সে ব্যাপারে সুরজের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Rahara Shootout : রাজ্যে ৭ দিনে ৫ শ্যুটআউট, রহড়াতে চলল গুলি! উধাও ‘গুলিবিদ্ধ’
প্রসঙ্গত উল্লেখ্য, গঙ্গা নদীতে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। সপ্তাহ দুয়েক আগেই শিবপুর বোটানিক্যাল গার্ডেনের নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে তিনজন যুবক গঙ্গায় ঝাঁপ দেয়। এদের মধ্যে ২ জন উঠে এলেও একজনের কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী, ওই তিন যুবক বি গার্ডেনের ভিতরে আড্ডা দিচ্ছিল।

Bardhaman News : দামোদরের চর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ
সেই সময়েই নিরাপত্তারক্ষীদের তাড়া খেয়ে তারা গঙ্গায় ঝাঁপ দেয়। শিবপুর বি গার্ডেন সূত্রে জানা যায়, গার্ডেনে ঢুকতে গেলে বৈধ টিকিট থাকতে হবে। ওই যুবকদের কাছে নাকি কোনও টিকিট ছিল না। গার্ডেনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেনি। বাইরে কিছু হলে গার্ডেন কর্তৃপক্ষের তা জানা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *