Madan Mitra On Governor : ‘আমরা অ-আ-ক-খ শিখিয়েছি, রাজ্যপাল সব ভুলে গিয়েছেন!’ আসরে মদন – madan mitra criticizes west bengal governor c v ananda bose


রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)। রাজ্যপাল পশ্চিমবঙ্গ রাজনীতির কিছুই শিখে উঠতে পারেননি বলে বক্তব্য মদনের। তৃণমূল বিধায়ক (Trinamool MLA) সোমবার বলেন, “কেউই আমাদের রাজ্যপাল নয়। ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর রাজ্যপাল নয়। এরা সকলেই BJP-র রাজ্যপাল।”

CV Ananda Bose: বোসকে ‘বিজেপি ক্যাডার’ থেকে ‘ধনখড়ের উত্তরসূরী’ সম্বোধন! ‘জাগোবাংলা’-য় তুমুল সমালোচনা রাজ্যপালের

রাজ্যপাল সম্পর্কে বিস্ফোরক মদন মিত্র (Madan Mitra)

মদন মিত্র বলেন, “এই রাজ্যপাল ভেবেছিল আমি আস্তে আস্তে সিঁধ কাটব। তারপর আমার চেহারাটা দেখাব। কিন্তু, এত তাড়াতাড়ি ধরা পরে যাবে বুঝতে পারেনি। দেখুন আমরা কত ভদ্র। আমরা বর্ণপরিচয়, অ আ ক খ শিখিয়েছি। কিন্তু, রাজ্যপাল (West Bengal Governor) সব ভুলে গিয়েছেন। CAT, BAT শেখেননি। পশ্চিমবঙ্গ রাজনীতিতে লড়তে গেলে পশ্চিমবঙ্গকে চিনতে হবে, জানতে হবে।”

West Bengal Governor : ‘রাজ্যপাল চুপ করে থাকবে না…’, নিশীথের কনভয়ে হামলা নিয়ে কড়া বিবৃতি রাজভবনের

রাজভবনের বিবৃতি

ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার (Nisith Pramanik Convoy Attack) ঘটনা নিয়ে একটি কড়া বিবৃতি দেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি ব্যক্তিগতভাবে নিশীথ প্রামাণিকের খোঁজ নেন। তাঁর সঙ্গে কথা বলে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট নেন। এরপরই রাজ্য সরকারের থেকে একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান।

CV Anand Bose : ‘জীবন ও প্র্রকৃতি সব থেকে বড় শিক্ষক’, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মন্তব্য রাজ্যপালের
একইসঙ্গে রাজ্যপাল বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হলে রাজভবন চুপ থাকবে না। রাজ্যে কোনওরকম নৈরাজ্য বরদাস্ত করা হবে না। কোনও সমাজবিরোধীকেই ছাড় দেওয়া হবে না। লৌহকঠিন হাতে কঠোর শাস্তি দেওয়া হবে আইনভঙ্গকারীদের।” কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশিই পুলিশ প্রশাসনকে ভয় না পেয়ে এবং পক্ষপাতদুষ্ট না হয়ে চলার পরামর্শ দিয়েছেন সি ভি আনন্দ বোস। তিনি (C V Ananda Bose) আরও বলেন, “গণতান্ত্রিক পরিকাঠামোয় প্রতিবাদ করা যায় কিন্তু, কেউ আইন হাতে তুলে নিতে পারেন না।”

Governor CV Ananda Bose: সরকারি হাসপাতালের পরিষেবাতেই আস্থা রাজ্যপালের, গলার চিকিৎসায় এবার SSKM-এ সিভি বোস

রাজ্যপালকে বিঁধেছে তৃণমূল

গরিষ্ঠমহলের একাংশ মনে করছেন, রাজ্য-রাজ্যপাল মধুচন্দ্রিমা পর্ব শেষ । প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের মতো এখন বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসও (West Bengal Governor C V Ananda Bose) রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পথে হাঁটতে শুরু করেছেন। এই নিয়ে সোমবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় কটাক্ষ করা হয়েছে রাজভবনকে । তৃণমূলের মুখপত্রে ছাপা সম্পাদকীয়তে বলা হয়েছে, পূর্বসুরী ধনখড়ের পথেই হাঁটছেন সিভি আনন্দ বোস। শুধু তাই নয় BJP-র ক্যাডার বলে দাগিয়ে দেওয়া হয়েছে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *