Paschim Medinipur News : ক্লাসরুমে বহুদিন দেখা মেলেনি মাস্টারমশাইদের, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধে কচিকাঁচাদের – paschim medinipur primary schhol students protested on national high way


West Bengal News : দীর্ঘদিন ধরে লাটে উঠেছে পড়াশোনা। কারন, স্কুল রয়েছে, ক্লাস ভর্তি পড়ুয়াও রয়েছে, কিন্তু নেই কোনও শিক্ষক! এমন অদ্ভুত খবরই পাওয়া গিয়েছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলা থেকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর (Kharagpur) লোকাল থানার অন্তর্গত ধাড়িম্বা এলাকায়। ধাড়িম্বা দক্ষিন শিশু শিক্ষা কেন্দ্রে দীর্ঘদিন ধরে শিক্ষকের অভাব রয়েছে। এলাকাবাসীরা BDO সহ বিভিন্ন জায়গায় শিক্ষকের অভাবে পড়ুয়াদের পঠন পাঠন সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগও জানিয়েছেন।

South 24 Parganas News : স্কুলে দেখা নেই শিক্ষকদের, ছাত্রছাত্রীর জায়গায় ক্লাসরুম দখল গবাদি পশুদের!
এই শিশুশিক্ষা কেন্দ্রে ১২০ জন ছাত্র-ছাত্রী আছে। একজন শিক্ষক ছিলেন তিনি গত জানুয়ারি মাসে অবসর গ্রহণ করেছে। ফলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগের কোন উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীরা বাধ্য হয়েছেন পড়ুয়াদের নিয়ে আজ দুপুরে রাজ্য সড়ক অবরোধ করতে।

Nadia News : ‘ওকেই বিয়ে করব…’, ক্লাস ফোরের ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব ৫৭-র শিক্ষকের
তাই আজ দুপুরে খড়গপুর (Kharagpur) মকরামপুর রাজ্য সড়ক ধাড়িম্বা এলাকায় অবরোধ করেন পড়ুয়া সহ এলাকাবাসীরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে এই অবরোধ। এই বিষয়ে এই স্কুলের এক পড়ুয়ার অভিভাবক জানান, “এই সমস্যা আজকের না, বহুদিনের। বহুদিন ধরে এই স্কুলে মাত্র একজন শিক্ষক ছিলেন। তখনই পড়াশোনার যথেষ্ট অসুবিধে হত। উনি গত জানুয়ারি মাসেই অবসর নেন।

DA Protest: ডিএ আন্দোলনের জেরে ‘ছুটি’-তে শিক্ষকরা! দুর্গাপুরে স্কুলে ক্লাস নিচ্ছে পড়ুয়ারই
ব্যস, তারপর থেকেই গোটা স্কুল শিক্ষকহীন অবস্থায় পড়ে রয়েছে। পড়ুয়ারা স্কুলে যায়, কিন্তু পড়াশোনা হয়না। এভাবে ওরা কিছুই শিখতে পারবে না”। অন্য এক অভিভাবক জানান, “বহুদিন ধরে জেলার সব মহলেই স্কুলে শিক্ষক দেওয়ার জন্য আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু কোনও কিছুতেই কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা আমাদের সন্তানদের নিয়ে তাঁদের ভবিশ্যতের কথা ভেবে রাস্তা অবরোধে নামলাম। এতে যদি প্রশাসনের হুঁশ ফেরে”।

East Medinipur News : ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’, বন্ধুর প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে সাহায্যপ্রার্থী সহপাঠীরা
যদিও এই বিষয়ে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ অস্বীকার করেছেন BDO। তিনি জানিয়েছেন, “আমার কাছে শিক্ষক চেয়ে আবেদন এসেছিল। আমি সেই আবেদন ওপর মহলে জানিয়েছি। সেখান থেকে আমার কাছে বার্তা এসেছে কিছুদিন সময় লাগবে কারন এই মুহূর্তে শিক্ষকের অভাব রয়েছে। সেকথা আমি ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদেরও জানিয়েছি”। এই অবরোধের ফলে রাজ্য সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। দাঁড়িয়ে যায় সারি সারি গাড়ি। পরে খড়গপুর লোকাল থানার পুলিশের আশ্বাসে এই অবরোধ তুলে নেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *