জানা গিয়েছে, কামরায় ভুল করে উঠে পড়া নাবালিকাকে জোর করে মদ খাইয়ে চলন্ত ট্রেনে ছয়বার ধর্ষণ করে তিন জওয়ান। এদের মধ্যে দু’জন বর্ডার সিকিউরিটি ফোর্স ও একজন সেনাবাহিনীর জওয়ান। মধুপুর জি আর পি অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে দেওঘর হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনার পর মধুপুর ও হাওড়া জি আর পি তে অভিযোগ দায়ের হয়।
হাওড়া আদালতের সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় (Somnath Banerjee) জানান, তদন্তে নেমে পুলিশ জানতে পারে তিনজন হলো বি এস এফ জওয়ান বলরাম যাদব, পঙ্কজ কুমার এবং সেনাবাহিনীর জওয়ান মঞ্জরিশ ত্রিপাঠি। প্রথমে সোমবার সাজা ঘোষণা মঞ্জুরিশ ত্রিপাঠী ও পরে গুয়াহাটি রেজিমেন্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
টি আই প্যারেডে এদের শনাক্ত করে ওই নাবালিকা। সোমবার সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে হাওড়া জেলা পকসো আদালতের (Howrah District Pocso Court) বিশেষ বিচারক অভিযুক্ত পঙ্কজ কুমার এবং বালকরাম যাদবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। আরও এক জওয়ান মঞ্জরীশ ত্রিপাঠির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়।