Purba Medinipur : কাঁথি পুরসভা নির্বাচনের বর্ষপূর্তি, ‘ছাপ্পাশ্রী দিবস’ পালন করল BJP – bjp programme for allegation against tmc for false voting at contai municipality


West Bengal News : দীর্ঘ কয়েক দশক পর অধিকারী আধিপত্য থেকে বেরিয়ে গিয়েছিল কাঁথি পুরসভা। পুরসভা বোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে চূড়ান্ত ছাপ্পা দেওয়ার অভিযোগ তুলে শাসক দলকে একহাত নেয় BJP। এক বছর বাদে সেই অভিযোগ টেনে সোমবার ‘ছাপ্পাশ্রী দিবস’ পালন করল স্থানীয় BJP নেতৃত্ব।

এক বছর আগে আজকের দিনে পুরসভা নির্বাচনে কাঁথি শহরে ছাপ্পা ভোট দিয়ে জিতেছিল তৃণমূল বলে অভিযোগ করে BJP। সেই স্মৃতিতে সোমবার বিকেলে কাঁথি শহরে ‘ছাপ্পাশ্রী দিবস’ পালন করে BJP। মুখে কালো কাপড় বেঁধে হাতে ছাপ্পাশ্রী দিবস বর্ষপূর্তির পোস্টার ও ফেস্টুন নিয়ে কাঁথি শহর পরিক্রমা করে কাঁথি শহরের BJP কর্মী সমর্থক ও নেতারা।

DA News In WB : ডিএ-র দাবিতে কর্মবিরতির মিশ্র প্রভাব জেলায় জেলায়, সরকারি দফতর-আদালতে আংশিক বন্ধ কাজ
কারচুপি করে ছাপ্পা দিয়ে কাঁথি পুরসভা রাজ্যের শাসক দল, তারই প্রতিবাদে বর্ষপূর্তি পালন করা হচ্ছে বলে এদিনের মিছিল থেকে আওয়াজ তোলা হয়। সোমবার কাঁথি শহরের ক্যানেল পাড়ের ভবতারিণী মন্দিরের সামনে থেকে শুরু হয় মিছিল। রাজাবাজার, সুপার মার্কেট, পোস্ট অফিস মোড়, চৌরঙ্গী হয়ে মিছিল স্কুল বাজারের গিয়ে শেষ হয়।

কাঁথি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের BJP নেতা বিদেশ মাইতি জানান, আজকের দিনে ২০২২ সালে কাঁথি পুরসভা নির্বাচনে সাধারণ মানুষকে হেনস্থা করার পাশাপাশি যেভাবে ছাপ্পা মেরে ক্ষমতা দখল করেছে। তা সাধারণ মানুষের অবগতির জন্য দিনটি উদযাপন করা হয়।

Sagardighi By Election : ‘জোট প্রার্থীর সঙ্গে BJP-র কোনও আতাঁত নেই’, সাগরদিঘি উপনির্বাচন চলাকালীন কংগ্রেসের সঙ্গে সৌজন্য বিনিময়ে দিলীপ সাহা
কাঁথি পুরসভায় মোট আসন ২১টি। তার মধ্যে ১৭টিই জিতেছে তৃণমূল। তিনটি গিয়েছে BJP-র ঝুলিতে। একটি আসন পেয়েছেন নির্দল প্রার্থী। কাঁথি পুরসভার নির্বাচন যতটা না শাসকদল বনাম BJP-র লড়াই ছিল, তার চেয়েও বেশি ছিল তৃণমূল বনাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়াই।

ভোটের ফলাফল দেখা যায় সেই লড়াইয়ে BJP পর্যদুস্ত হয়। সেই সময় ‘ভোটলুঠ’-এর অভিযোগে তুলে কাঁথি শহরে মোমবাতি মিছিল করেছিলেন। এর আগে কাঁথি নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “এবারে কাঁথি পুরসভায় ভোট হয়নি। হয়েছে ছাপ্পা। আর কাঁথি ১৮ নম্বরের কাউন্সিলর সুশীল দাস সেই ছাপ্পা আটকে দিয়েছেন। তাই জয়যুক্ত হয়েছেন। বসন্তিয়া, গোড়সাউড়ি থেকে লোক এনে ভোট লুট করেছে ওরা। বাইক বাহিনী দাপিয়েছে।”

Digha Sea Beach : ‘উড়তা দিঘা!’ সৈকতে কেজি কেজি গাঁজা উদ্ধারে বাড়ছে উদ্বেগ, সক্রিয় পুলিশ
তিনি তৃণমূলকে কাঠগড়ায় তুলে বলেন, “কাঁথির মানুষ ভোট লুট কীভাবে হয় তা দেখল। এর আগে এমন কোনওদিন দেখেনি। CPIM-এর সময় আমরা লড়াই করেছি। তারাও এমন কাজ করেনি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *