Purulia Municipality : বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীদের কর্মবিরতি অব্যাহত, সমস্যায় বাসিন্দারা – purulia municipality sweeper workers are in protest due to demand of salary


West Bengal News : বেতন বকেয়া থাকার কারণে পুরুলিয়া পুরসভায় সাফাই কর্মীদের কর্মবিরতি অব্যাহত। দু মাস বেতন বাকি থাকায় কাজে যোগ দিতে চাইছেন না সাফাই কর্মীরা। অন্যদিকে, অস্থায়ী কর্মীদের একাংশ একমাসের বেতন নিয়ে কাজ যোগ দিতে চাইলে, তাদের আটকানো হচ্ছে বলেও অভিযোগ ওঠে। অস্থায়ী সাফাই কর্মীদের আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য আবেদন জানিয়েছেন পুরপ্রধান নব্যেন্দু মাহালি।

DA Latest News : রাজ্যজুড়ে DA-এর দাবিতে কর্মবিরতির ডাক, উলটপূরাণ হুগলিতে!
অনড় পুরুলিয়া পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীরা। সোমবারও কাজে যোগ দিলেন না তারা। উলটে পুরসভার অন্যান্য বিভাগের অস্থায়ী কর্মীরাও অনেকেই এদিন কর্মবিরতিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

দু মাসের বকেয়া বেতন হাতে না পেলে যে তারা কাজে যোগ দেবেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন পুরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীরা। সোমবারে এই বিষয়ে অস্থায়ী কর্মীদের পক্ষে সরোজিৎ স্যামুয়েল বলেন ,”আমাদের একটাই দাবি দুটো বেতন না দিলে আমরা কাজ করবো না। আমরা পুরসভার মানুষদের পরিষেবা দিচ্ছি অথচ আমাদের মজুরি দেওয়া হচ্ছে না, তিন মাস পরে আমাদের কেন বেতন দেওয়া হবে? পুরসভার ফান্ড না থাকলে নতুন করে লোক নিয়োগের কী প্রয়োজন ছিল?”

Visva Bharati University: সমাবর্তনে ঢুকতে না পেয়ে প্রাক্তনীদের বিক্ষোভ বিশ্বভারতীর গেটে
অন্য দিকে, এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, “আমরা আলোচনার জন্য সব সময় রাজি কিন্তু সেই আলোচনার পরিবেশ রাখা হচ্ছে না। আজ পুরসভার স্থায়ী কর্মীদের কাজে যোগ দিতে বাধা দান করা হয়েছে, এমনকি অনেক অস্থায়ী কর্মী কাজে যোগ দিতে চান এবং কেউ কেউ একমাসের বকেয়া বেতন নিতে চান তাদেরও বাধা দেওয়া হচ্ছে, এগুলো ঠিক নয়। আগামীকাল আমাদের পুরসভার বোর্ড মিটিং আছে, মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।”

সমস্যা শুরু হয়েছে গত মাস থেকে। গত মাসে ২৭ জন নির্মল সাথী ও নির্মল বন্ধু নিয়োগ করা হয়েছে। এরপর থেকেই অস্থায়ী কর্মীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনকারীদের তরফে জানানো হয়, প্রতি ওয়ার্ডে ৫ জন করে ২৭ জনকে নিয়োগ করা হয়েছে।

Asit Mazumdar : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে তুলকালাম, বিধায়কের উপস্থিতিতে বচসা গড়াল হাতাহাতিতে!
অথচ অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতন নেই। প্রশ্ন তোলা হয়, যখন বেতনই পাচ্ছি না, নতুন করে লোক নেওয়ার দরকার কী? অস্থায়ী কর্মীদের মধ্যে থেকেই স্থায়ী কর্মীদের নিয়োগ করা যেতে পারত। একাধিক অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করে অস্থায়ী কর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *