Recruitment Scam : চাকরিপ্রার্থীর আত্মহত্যায় নিয়োগ দুর্নীর্তিতে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত! CBI-র বক্তব্য চায় আদালত – calcutta high court ask cbi to interrogate the accused arrested on lalgola youth suicide case related to recruitment scam


Calcutta High Court: মুর্শিদাবাদের লালগোলায় চাকরিপ্রার্থী আব্দুর রহমানের মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা জানাল কলকাতা হাইকোর্ট। টাকা দিয়েও প্রাথমিক শিক্ষকের চাকরি না হওয়ার কারণে আত্মঘাতী হয়েছিল ওই তরুণ, পরিবারের তরফে এমন অভিযোগ করা হয়েছিল। আব্দুরের লেখা ন’পাতার সুইসাইড নোটে দিবাকর কনুই নামে এক ব্যক্তিকে দায়ী করা হয়।

চাকরিপ্রার্থীর আত্মহত্যার মামলার তদন্তে নেমে তারাপীঠের হোটেল থেকে দিবাকর কনুই নামে অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ। এদিন আদালতে শুনানি চলার সময় বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নিয়োগ দুর্নীতি মামলার বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে সিবিআই।

Recruitment Scam : ‘কালীঘাটের কাকু’র পর এবার ‘রহস্যময়ী নারী’! নিয়োগ দুর্নীতির রঙ্গমঞ্চে আরও এক চরিত্রকে ঘিরে শোরগোল
নিজের পর্যবেক্ষণে এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে মৃত আব্দুর রহমানের সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার যোগ রয়েছে। বিচারপতি মান্থা এদিন জানিয়েছেন, এই মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের কখা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিবিআই কেন গ্রেফতার হওয়া দিবাকর কনুইকে জেলে গিয়ে জেরা করছে না, সেই প্রশ্নও তুলেছে আদালত।

আব্দুর রহমানের মৃত্যুর পর উদ্ধার হওয়া সুইসাইড নোট থেক দিবাকর কনুই সহ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। দিবাকরই তাঁকে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ রয়েছে ওই সুইসাইড নোটে। আদালত মনে করছে আব্দুরের আত্মঘাতী হওয়ার ঘটনার সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার সরাসরি যোগ থাকলেও থাকতে পারে।

WB Recruitment Scam: হাবড়ার বৃদ্ধাশ্রমে কি খাটত নিয়োগ দুর্নীতির টাকা? তাপস মণ্ডলের সূত্র মিলতেই উঠছে প্রশ্ন
এদিন তরুণের আত্মঘাতী হওয়ার মামলায় পুলিশি তদন্তের উপর আস্থা প্রকাশ করেছে আদালত। বিচারপতি মান্থা জানিয়েছেন, মৃত তরুণের পরিবারের করা অভিযোগের ভিত্তি এখনও অবধি লালগোলা থানার পুলিশ যথাযথভাবেই তদন্ত করেছে। তবে নিয়োগ দুর্নীতির তদন্তভার যেহেতু সিবিআইয়ের হাতে রয়েছে, সেই কারণে ধৃত দিবাকরকে জেলে গিয়ে জেরা করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

কলকাতা হাইকোর্ট এদিন জানিয়েছে, লালগোলার তরুণ আব্দুর রহমানেল বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিবিআইয়ের বক্তব্যও শুনতে চায় আদালত। মৃত্যুর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত নিয়েও চিন্তিত আদালত। সেই কারণে সিবিআইয়ের মতামতও জানতে চাওয়া হয়েছে। বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেদিনই সিবিআইয়ের বক্তব্য শোনা হবে, তারপরই এই মামলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।

Haimanti Ganguly : হৈমন্তীর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তালিকায় নাম! টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার খানাকুলের মিঠুনের
উল্লেখ্য, মুর্শিদাবাদের লালগোলার ওই তরুণকে প্রাথমিকে চাকরির টোপ দিয়ে ৬ লাখ টাকা আদায় করা হয়েছিল। চাকরি না হওয়ায় টাকা ফেরত চায় ওই তরুণ। টাকা ফেরত চাইতেই তাঁকে হুমকির মুখে পড়তে হয়। মানসিক চাপের কারণে আত্মঘাতী হয় পরিবার, এমনটাই অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *