Royal Bengal Tiger : কাঁকড়া ধরতে গিয়ে টেনে নিয়ে গেল বাঘ, সুন্দরবনে জঙ্গল থেকে উদ্ধার মৎস্যজীবীর দেহ – sundarban royal bengal tiger attacked a fisherman body recovered


South 24 Parganas News : বাঘের হামলায় ফের মৃত্যু হল এক মৎস্যজীবীর। এবার সুন্দরবনের (Sundarban) বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হল ব্যক্তির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোসাবা (Gosaba) এলাকায়। নৌকা থেকে নেমে কাঁকড়া ধরার সময়ই জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে ওই ব্যক্তির উপর হামলা চালায়। মৃত ওই মৎস্যজীবীর নাম ননী গোপাল মন্ডল (৪১)। নিহত ওই মৎস্যজীবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকায়।

Sundarban : সুন্দরবনের নদী থেকে গ্রামের পুকুরে ঢুকে পড়ল ১৫ ফুটের কুমির, তারপর…
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার তিন জন মৎস্যজীবীদের একটি দল কাঁকড়া ধরতে উপস্থিত হয় সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলে। যখনই তারা কাঁকড়া ধরতে জঙ্গলে নামেন, তারপর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। স্থানীয় সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই বাঘটি ননী গোপাল মন্ডলকে টেনে নিয়ে যায় জঙ্গলের মধ্যে। ভয়ে জঙ্গল থেকে পালিয়ে আসেন ওই ব্যক্তির সঙ্গে থাকা বাকি দু’জন।

Jalpaiguri Elephant Attack : ধূপগুড়িতে দলছুট হাতির লোকালয়ে প্রবেশ, তাণ্ডবে তছনছ একাধিক বাড়ি
তারা সেখান থেকে ফিরে এসে খবর দেন ব্যাঘ্র প্রকল্পের অফিসে। বাগনা বন দফতরের অফিস থেকে বেশ কয়েকজন কর্মী সঙ্গে সঙ্গে উপস্থিত হন ঘটনাস্থলে। যেখানে বাঘটি মৎস্যজীবীদের দলটির উপর আক্রমণ করে সেখানে তারা দেখতে পান বাঘটি ওই মৎস্যজীবীকে টেনে নিয়ে যাচ্ছে গভীর জঙ্গলের দিকে।

Jaldapara Forest Safari : শিং উঁচিয়ে তাড়া ২ গন্ডারের, জলদাপাড়ায় বরাতজোরে প্রাণরক্ষা পর্যটকদের
সেই সময় ননী গোপাল মন্ডলের দেহটি বন দফতরের কর্মীরা ও মৎস্যজীবীরা মিলেই বাঘের কবল থেকে উদ্ধার করেন। তবে ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে সাতজেলিয়া গ্রামে। এই বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা এক মৎস্যজীবী জানান, “জঙ্গল থেকে নেমে কাঁকড়া ধরার সময়েই হঠাৎ বাঘটি এসে আমাদের ওপর হামলা চালায়।

Elephant Attack : রাজ্যকে ১০ অবাধ্য হাতি কবজা করার অনুমতি কেন্দ্রের
কিছু বুঝে ওঠার আগেই ননী গোপালকে বাঘ টেনে নিয়ে যায়। ভয়ে আমরা এসে ব্যাঘ্র প্রকল্পের অফিসে জানাই। তারাই গিয়ে বাঘের কবল থেকে দেহ উদ্ধার করেন। শেষ রক্ষা করা যায়নি”।

Road Accident : ডায়মন্ড হারবারে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির রেষারেষিতে প্রাণ গেল ঠাকুমা-নাতির
বারবার এরকম বাঘের হামলার মুখে মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আয়লা, আমফান, যশের মত ঘুর্ণিঝড়ের প্রভাবে চাষবাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Madhyamik Examination 2023 : হাতি নিয়ে আতঙ্কের মাঝেই জঙ্গলমহলে মাধ্যমিক, বনের পথে বিশেষ ব্যবস্থা দফতরের
তাই এখন সুন্দরবনের মানুষের জীবন জীবিকা জঙ্গলে মাছ, কাঁকড়া ধরার উপরেই নির্ভর করে। প্রানের ঝুঁকি থাকলেও তা নিয়েই গভীর জঙ্গলে যেতে হয় মাছ বা কাঁকড়া ধরতে”। এই ঘটনার জেরে ভেঙে পড়েছে ননী গোপাল মন্ডলের পুরো পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *