Soumitra-Sujata Controversy : ‘খাদে ঢুকে যাবি…’, ফেসবুকে ফের বিস্ফোরক সুজাতা – sujata mondal slams bjp mp and her husband soumitra khan in facebook post


West Bengal News: বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও তাঁর স্ত্রী সুজাতা মণ্ডলকে (Sujata Mondal) কেন্দ্র করে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। রাজনীতির গণ্ডি পেরিয়ে সৌমিত্র-সুজাতা দ্বন্দ্ব আদালতে পৌঁছে। সেখানে বিজেপি সাংসদ ও তৃণমূলের নেত্রীর বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। কিন্তু, আক্রমণ ও পালটা আক্রমণ বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই।

সোমবার ফেসবুকে ফের বিস্ফোরক পোস্ট করেন সুজাতা। পোস্টের ছত্র ছত্রে নাম না করে সৌমিত্রকে তীব্র আক্রমণ করেছেন সুজাতা। পাশাপাশি তাঁকে বিদ্রুপ ও কটাক্ষ করতেও ছাড়েননি। নাম না করে বিষ্ণুপুরের সাংসদকে ‘তারাকাটা’ বলে আক্রমণ করেছেন সুজাতা। এমনকী বিদ্রুপের সুরে সুজাতা লিখেছেন, “এবার থেকে যা করবি বা পয়সা দিয়ে করাবি, সবটাই বাঁশ হয়ে তোর পিছনেই ছুটে আসবে।”


সুজাতা এদিন সৌমিত্রকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “তোর কোনও কাজকর্ম নেই। কোথাও পাত্তাও পাচ্ছিস না। এখন কি আমার পরিবারকে খুন বা মিথ্যে বদনাম করার পরিকল্পনা করছিস? এখন তোর কোথাও কোনও ভ্যালু নেই। সেই কারণে দুশ্চিন্তায় তোর মাথা খারাপ হয়ে গিয়েছে… আমার বিরুদ্ধে নোংরামি করে যেমন জবাব পেয়েছিস, আগামী দিনে আবার সেরমই জবাব পাবি। চালিয়ে যা।”

সুজাতার এই পোস্টের পর আবার নতুন করে সৌমিত্রর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি লেখেন, “এবার থেকে আমার বা আমার পরিবারের বিরুদ্ধে যা করবি তাঁর সবটাই উলটো হবে। সবটাই ফ্লপ ফ্লপ ফ্লপ হবে মিলিয়ে নিস। কারণ পাবলিক সব বুঝে গিয়েছে রে তারকাটা।”

Soumitra-Sujata Controversy : ‘মাতাল-লম্পট… মহিলা নিয়ে ফূর্তি করে!’ সৌমিত্রর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ সুজাতার
এর আগেও এক ফেসবুক পোস্টে সৌমিত্রর নৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুজাতা। বিজেপি সাংসদকে মাতাল, লম্পট ও চরিত্রহীন বলে আক্রমণ করার পাশাপাশি তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের এই নেত্রী। মানুষ সৌমিত্রকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে বলেও দাবি করেন সুজাতা।

Soumitra Sujata Controversy:’সুজাতা সহবাস করে ৫০ সন্তানের জন্ম দেবে…’, কুরুচিকর মন্তব্য বিজেপি নেত্রীর
উল্লেখ্য সুজাতা ইস্যুকে দলীয় সাংসদের পাশে দাঁড়িয়ে সুজাতাকে কুরুচিকর আক্রমণ করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার সম্পাদকা মিনতি দাস। তিনি জানিয়েছিলেন, সুজাতা সহবাস করে ৫০ সন্তানের জন্ম দেবে এবং তাতে তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়বে। সুজাতার আজকের এই ফেসবুক পোস্টের পর সৌমিত্রর তরফে কোনও পালটা প্রতিক্রিয়া আসে কিনা সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *