কলকাতার আবহাওয়া (Kolkata Weather)
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৪০ থেকে ৯৩ শতাংশের মধ্যে। মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতা শহরের তাপমাত্রা। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বসন্তে হাওয়ার দাপট কিছুটা হলেও লক্ষ করা যাচ্ছে জেলায় জেলায়। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা খামখেয়ালি আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা থাকবে আকাশ। পশ্চিমের জেলাগুলিতে রাতে ও সকালের দিকে খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে। তবে তা ক্ষণস্থায়ী। মার্চ পড়লেই উধাও হবে হাওয়া। বাড়বে ভ্যাপসা গরম। রাতে ও সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও দিনের বেশিরভাগ অংশে গরম অনুভূত হবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গের তাপমাত্রা
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না। আগামী কয়েকদিন স্বাভাবিক বা তার উপরই থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা।
ভিন রাজ্যের আবহাওয়া
এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে মঙ্গলবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তও রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দু’দিন কাশ্মীর ভ্যালি ও হিমাচলপ্রদেশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
দেশের বেশিরভাগ এলাকাতেই তাপমাত্রা আপাতত স্বাভাবিকের উপরে থাকবে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। পঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। পরবর্তী দু’তিন দিনে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে আগামী তিন দিনে তাপমাত্রা স্বাভাবিকের তিন থেকে পাঁচ ডিগ্রি উপরে থাকার সম্ভাবনা রয়েছে।