২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সেলফি (Selfiee) ছবিটি। তিন দিনে বক্স অফিসে কতটা সাফল্য পেল এই ছবি? তিন দিনে ভারতের বাজারে ১০.৩০ কোটির ব্যবসা করেছে এই ছবি। অক্ষয়ের (Akshya Kumar) ফ্লপ ছবির তালিকায় শীর্ষে সেলফি থাকতে পারে বলেই মনে করছেন অনেকে। দেখুন সেই ভিডিয়ো।