Bankura News : কাটমানির পর লাখ লাখ টাকার গাছ কেটে বিক্রির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে – illegal tree cutting allegations against a tmc leader in bankura


West Bengal News : বাঁকুড়ার কংসাবতী নদীর পাড়ে প্রায় এক লাখ টাকারও বেশি মূল্যের গাছ কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে। বাঁকুড়ার খাতড়া ব্লকের অন্তর্গত বনকাটি গ্রামের বাসিন্দাদের দাবি, গোড়াবাড়ি পঞ্চায়েতের বনকাটি মৌজার কংসাবতী নদীর পাড়ে সরকারি ও ব্যক্তিগত মালিকাধীন মিলিয়ে বেশ কিছু এলাকা জুড়ে সরকারি উদ্যোগে সামাজিক বনসৃজন প্রকল্পের কাজে আকাশমনি, সোনাঝুরি, বাবলা সহ বিভিন্ন গাছ লাগানো হয়েছিল। সেই গাছ বিক্রির অভিযোগ উঠেছে খাতড়া তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত মহাপাত্র ও তার অনুগামীদের বিরুদ্ধে।

Hooghly News : আরামবাগে গাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শুকনো গাছ! তারপর…
এলাকার মানুষের অভিযোগ, সরকারি গাছ কিভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে? এলাকাবাসীদের প্রশ্ন, এই গাছ কিভাবে বিক্রি করা হচ্ছে যেখানে এসব গাছ নদী ভাঙন রোধে লাগানো হয়েছিল? তাহলে এই গাছগুলিকে কেটে বিক্রি করে দেয়া হলে ভাঙ্গনের আশঙ্কা তৈরি হবে। এই অবৈধ কাজে প্রশাসনের একাংশও জড়িত রয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা।

এই বিষয়টি প্রশাসনিক বিভিন্ন স্তরে জানালেও কোনও কাজ হয়নি, এমনই দাবি গ্রামের বাসিন্দাদের। যদিও তৃণমূলের ব্লক সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি এও বলেন, “বিরোধীরা কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমাকে বা আমার দলকে। সরকারিভাবে গাছ লাগানো হয়েছে, এটা গ্রাম ও প্রশাসনের বিষয়। এখানে আমার কিছু বলার নেই।”

TMC Conflict : ফের প্রকট তৃণমূলের দলীয় কোন্দল, কর্মীদের হাতেই মার খেলেন উপপ্রধান!
যদিও জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, “এই বিষয়ে দল বা ব্লক প্রেসিডেন্টের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যাদের জমি তারা নিশ্চয়ই কোনও আলোচনা করেছেন আমি যতটুকু জানি। গাছগুলি কাটা হয়েছে ভালোই হয়েছে, তবে গাছগুলি কিছুদিন ধরেই চুরি হয়ে যাচ্ছিল। সেই কারণে মালিকরা যদি কিছু ভাবনা চিন্তা করেছেন তাহলেই তারাই এই কাজ করে থাকতে পারেন।”

যদিও এই বিষয় নিয়ে বাঁকুড়াBJP সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র মন্ডল বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন, সেই কারণে এই গাছ কেটে বিক্রি করে নির্বাচনের কাজে লাগাবে। সভাপতি কেন্দ্রীয় প্রকল্পের টাকার গাছ কিভাবে কেটে লুট করতে পারে? আগামী দিনে আমরা এই বিষয়ে আন্দোলনে নামব।”

Bomb Blast : গভীর রাতে রাজ্য সড়কে পরপর বিস্ফোরণ, আতঙ্কে চাঁচলের বাসিন্দারা
খাতড়া ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার সীতারাম দাস বলেন, “গাছগুলি কাটার বিষয়ে বন দফতরের কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। আমার কাছে একটি অভিযোগ এসেছে। আমি BLRO-কে নিয়ে ওই এলাকায় যাব, আর সব খতিয়ে দেখব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *