BJP West Bengal : ‘তৃণমূলের খাকি মোর্চা’, দিনহাটা দাঁড়িয়ে পুলিশকে নিশানা সুকান্তর – bjp west bengal president sukanta majumder slams trinamool and administration on cooch behar dinhata issue


West Bengal Local News: শনিবার কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বুড়িরহাট গ্রামে আক্রমণের মুখে পড়ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। তারপর বিজেপি কর্মীদের বাড়ি-ঘর ভেঙে তছনছ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী আক্রমণের মুখে পড়েন বিজেপির একাধিক নেতাকর্মী।

দিনহাটার গ্রামে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন দুপুরে প্রথমে সাহেবগঞ্জে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ে যান সুকান্ত ও নিশীথ। ভাঙচুর হওয়া দলীয় কার্যালয় ঘুরে দেখার পর দক্ষিণ কালমাটি গ্রামেও গিয়েছিলেন এই দুই বিজেপি নেতা।

Dinhata TMC-BJP : বিজেপি কর্মীদের বাড়ি-দোকান ভাঙচুর, সংঘর্ষের পর দিনহাটায় ‘শ্মশানের শান্তি’
বিজেপির অন্যতম এই দুই শীর্ষনেতার মুখে এদিন তৃণমূলকে নিয়ে চড়া সুর। এমনকী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তীব্র আক্রমণ করেন সুকান্ত ও নিশীথ। দুই নেতাকে সামনে পেয়ে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁদের কাছে একাধিক বিষয় নিয়ে অভিযোহ করেন।

কোচবিহারের বিজেপি নেতা-কর্মীদের উপর আক্রমণের পর পুলিশি নিষ্ক্রিয়তা প্রসঙ্গে সুকান্ত বলেন, “বিজেপির যেমন ৭টা মোর্চা রয়েছে, তেমনই তৃণমূলের একটি মোর্চার নাম পুলিশ বা খাকি মোর্চা। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষমতা পুলিশের নেই। এখান পুলিশ সুপারের শুধু তৃণমূলের পতাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলা বাকি রয়েছে।”

Sukanta Majumdar: ‘বাংলার পুলিশ সংবিধান ভুলে গিয়েছে’, দিনহাটায় হুংকার সুকান্ত
এদিন উদয়ন গুহ প্রসঙ্গেও সাংবাদিকের প্রশ্নের জবাব দেন সুকান্ত। বিজেপি কর্মীদের বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। জবাবে সুকান্ত বলেন, “সব কিছুরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সময় এলে আমরা ওনাকে তা মনে করিয়ে দেব।”

৩৫৬ ধারা প্রসঙ্গে শুভেন্দুর ভিন্ন সুর সুকান্তর গলায়। তিনি বলেন, “মানুষের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতায় আসব। ৩৫৬ ধারার কোনও প্রয়োজন হবে না। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু নিয়মনীতি রয়েছে, আমার কোনও সরকারকে সরিয়ে ক্ষমতায় আসার পক্ষপাতী নই। মানুষের ভোটে নির্বাচিত হয়ে এই রাজ্যে ক্ষমতায় আসব আমরা।”

Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, ছোড়া হল বোমা-পাথর
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত। তিনি বলেন, “পঞ্চায়েত ভোট হাবিলদার না কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, সেটা নির্বাচন কমিশনের ব্যাপর। কিন্তু কোনও বাড়ি যদি ভাঙা হয়, তবে তাঁর দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আদালতে আবেদন করব কারও বাড়ি ভাঙলে দায় নির্বাচন কমিশনারকে নিতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *