Dakshin 24 Pargana : মাটি মাফিয়াদের দৌরাত্ম্য গোটা ভাঙড় জুড়ে, রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা – villagers started protest against soil theft in bhangar area


West Bengal News : বিগত বেশ কয়েক বছর ধরে মাটি মাফিয়াদের দাপট বেড়েছে ভাঙড়ে। আর তার বিরুদ্ধে এবার তেড়েফুঁড়ে উঠলেন স্থানীয় গ্রামবাসীরা। রাতের অন্ধকারে কৃষিজমি থেকে মাটি চুরির প্রতিবাদ করলেন এবার স্থানীয় গ্রামবাসীরাই। সোমবার রাতে মাটির ডাম্পার আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং মাটি চুরি রুখতে প্রতিবাদ করেন।

ঘটনাটি ঘটেছে কাশিপুর থানার পাওয়ার গ্রিড সাবস্টেশনের অদূরে পোলেরহাট জয়নগর গ্রামে। স্থানীয়দের দাবি, পোলেরহাট হাইস্কুলের পাশে বন্ধ থাকা একটি ইটভাটা লাগোয়া জমি থেকে মাটির নেওয়ার জন্য ডাম্পার চালাচ্ছিল স্থানীয় মাটি মাফিয়ারা। সেই খবর জানাজানি হতেই সোমবার রাতে শ্যামনগনরের গ্রামবাসীরা ওই ডাম্পার গুলি ঘিরে বিক্ষোভ দেখান।

South 24 Parganas Latest News : মাঝরাতে দুষ্কৃতী ডেরায় হানা পুলিশের, গ্রেফতার বিপুল অস্ত্রসহ ২
কৃষি জমি বাঁচাতে তারা দৃঢ সংকল্প গ্রহণ করেন। তাঁরা জীবন দেবেন কিন্তু মাটি দেবেন না বলে শপথ নেন। রাত পাহারার পর এদিন মঙ্গলবার সকালে কাশিপুর থানায় মাস পিটিশন জমা করেন স্থানীয়রা।

সেদিন রাতের অন্ধকারে মাটি চুরি হচ্ছে, এই খবর দেওয়া হয় কাশিপুর থানাকেও। যদিও ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। কয়েকদিন আগেই কাশিপুর থানা এলাকার ভোমরু গ্রাম থেকে দুটি মাটির ডাম্পার আটক করেছিল কাশিপুর থানার পুলিশ।

এই ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তারপরেও কিভাবে মাটির ডাম্পার চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, “পুলিশ নজরদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Dakshin 24 Pargana : জলাশয়ে ভাসছে যুবতীর দেহ, চাঞ্চল্য ডায়মন্ড হারবারে
এই বিষয়ে এক গ্রামবাসী নাসিরুদ্দিন মোল্লা জানান, “রাতের অন্ধকারে দূর থেকে দেখা যায় আলোর ছটা। আর চাষের জমির ওপর সারিবদ্ধ আলোর সারি থেকে কর্কশ আওয়াজও শোনা যায়। অবুঝ গ্রামের সাধারণ মানুষের এই নিয়ে কৌতুহল হয়। অবশেষে একত্রিত হয়েই চাষের জমিতে সমবেত হন সমস্ত গ্রামবাসী। সারিবদ্ধ আলো, মাটি মাফিয়াদের অত্যাধুনিক যন্ত্র ব্যবহৃত গাড়ি, কর্কশ আওয়াজ, সতেজ সবজির পিষে মরা, সব কিছুকে এদিন আটকে দিয়েছেন আপামর গ্রামবাসী। এবার থেকে যখনই এই মাফিয়াদের দেখা মিলবে, প্রতিবাদ আন্দোলন করবেন গ্রামবাসীরা।”

Jhargram Road Accident : দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যুতে রণক্ষেত্র গোপীবল্লভপুর, মৃতদেহ নিয়ে বিক্ষোভ
এই বিষয়ে ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, “রাতের এই খবরটি আমার কানে এসেছে। অনেকদিন ধরেই এই মাটি চুরি নিয়ে গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছিলেন। কিন্তু সঠিক প্রমান বা হাতেনাতে ধরা যাচ্ছিল না। এবার পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ঠিক ব্যবস্থা নেবে। এই মাটি চুরি অবিলম্বে বন্ধ হওয়া উচিত। নাহলে এলাকার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *