Didir Suraksha Kavach: ‘আর কত খাবে?’ প্রকাশ্যেই নিজের দলের প্রধানকে কাটমানি নিয়ে হুঁশিয়ারি বিধায়কের – giasuddin molla magrahat paschim tma mla attack panchayat pradhan on cut money case


West Bengal Panchayat Election: দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তার আগে জনসংযোগে বেরিয়ে নিজের দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই গর্জে উঠলেন শাসক দলের বিধায়ক। কাটমানি ইস্যুতে বিরোধীদের অভিযোগে বিদ্ধ তৃণমূল। তারই মাঝে বিরোধীদের অভিযোগকে সিলমোহর দিয়ে নিজের দলের পঞ্চায়েত প্রধানকেই তিরস্কার করলেন দক্ষিণ 24 পরগনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দক্ষিণ 24 পরগনা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে যান বিধায়ক। কাটমানি ইস্যু নিয়ে পঞ্চায়েত প্রধানকে তিরস্কার করেন তিনি। দিদির সুরক্ষা কবচের মঞ্চ থেকে পঞ্চায়েতের প্রধান কুতুবুদ্দিন নস্করকে কার্যত প্রকাশ্য মঞ্চ থেকে বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন,”আর কত খাবে? হাতে আর মাত্র ৩ মাস।”

ভোটের আগে বিরোধীরা অভিযোগ করেছিলেন সমস্ত প্রকল্প থেকে কাটমানি তুলছেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। তৃণমূল আমলে দুর্নীতি হয়েছে পাহাড় সমান। বিরোধীদের সেই অভিযোগেই সিলমোহর দিলেন তৃণমূলের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নির্বাচনের আগে পঞ্চায়েতে জনসংযোগে বেরিয়ে বিধায়কের এই প্রকাশ্যে প্রধানকে হুঁশিয়ারি দেওয়ার বার্তা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

Asit Mazumdar : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে তুলকালাম, বিধায়কের উপস্থিতিতে বচসা গড়াল হাতাহাতিতে!

এই বিষয়ে বিজেপি নেতা সুফল খাটু বলেন, ”রাজ্যের পঞ্চায়েতগুলি দুর্নীতির আধার হয়ে গিয়েছে প্রায় সময় এই দুর্নীতি ইস্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলগুলির। বিধায়কের কথাতে সেটাই যেন স্পষ্ট হয়ে গেল যে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে সকলেই দুর্নীতিগ্রস্ত। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে নিজেদের দলের মধ্যেই এখন গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে। প্রধানের বিরুদ্ধে এখন বিধায়ক। মানুষ তৃণমূলের ধাপ্পাবাজি ধরে ফেলেছে।” আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে বলে দাবি বিজেপি নেতার।

TMC Conflict : ফের প্রকট তৃণমূলের দলীয় কোন্দল, কর্মীদের হাতেই মার খেলেন উপপ্রধান!

বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে যুব তৃণমূলের সভাপতি ইমরান হোসেন মোল্লা। তিনি বলেন, ”কুৎসা ও অপপ্রচার করছে বিজেপি। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রকাশ্য মঞ্চে প্রধানকে যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন তা হয়তো অন্য প্রসঙ্গে বলা হয়েছে । যদি উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান কুতুবউদ্দিন নস্করের বিরুদ্ধে এই কথাটি বলে থাকেন, তাহলে তিনি হয়তো ভুল বলেছেন। উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের প্রধান কোন প্রকার দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। শুধুমাত্র উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত নয় ! মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দলের কর্মীরা কোন প্রকার দুর্নীতির সঙ্গে আপোষ করে না।”

CPIM West Bengal : নজিরবিহীন আর্থিক বৈষম্যের অভিযোগ, রাজ্যের একমাত্র CPIM পরিচালিত পঞ্চায়েতের কী অবস্থা?

একইসঙ্গে তৃণমূল নেতা বিধায়কের এই মন্তব্য যে ঠিক নয় তাও স্বীকার করেন। তিনি বলেন,” সাধারণ মানুষকে পাশে নিয়ে কাজ করে তৃণমূল কংগ্রেস। যদি বিধায়ক এই কথাটি বলে থাকে প্রধানের বিরুদ্ধে তাহলে তিনি ভুল বলেছেন। প্রকাশ্য মঞ্চে বিধায়কের এইরকম কথা বলা উচিত হয়নি।” তবে এই মন্তব্যকে কেন্দ্র করে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। যা বিরোধীদের হাতিয়ার হয়ে ওঠবে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *