Haimanti Ganguly : ‘হৈমন্তী মালদাতে ছিল, দেশ ছাড়তে পারে’, চাঞ্চল্যকর দাবি BJP সাংসদের – khagen murmu claims haimanti ganguly was in malda chanchal


নিয়োগ দুর্নীতি মামলাতে নাম জড়ানোর পরই বেপাত্তা মডেল তথা অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তাঁর পরিবারের দাবি, সঠিক সময়ে সামনে আসবেন তিনি। কাজের জন্য হয়তো এই মুহূর্তে তিনি সামনে আসতে পারছেন না। কোথায় হৈমন্তী? এই প্রশ্ন নিয়ে যখন তোলপাড় চলছে সেই সময় চাঞ্চল্যকর মন্তব্য করলেন BJP সাংসদ খগেন মুর্মু।

Haimanti Ganguly Mother : ‘সৎ বংশ, কোনও দু’নম্বরি করতে পারে না’, সুর বদলে অভিনেত্রী হৈমন্তীকে ‘ক্লিনচিট’ মায়ের
তিনি সংবাদ মাধ্যমে বলেন, “হৈমন্তী চাঁচলে ছিলেন। সেখান থেকে তিনি আত্মগোপন করেছেন।” এমনকী, ইতিমধ্যেই দেশও ছাড়তে পারেন হৈমন্তী, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। খগেন বলেন, “ওখান থেকে বিহার এবং বাংলাদেষ অত্যন্ত সামনে। বাংলাদেশও চলে যেতে পারেন। কুন্তল ঘোষ ওর নাম নিয়েছে। ওর চর তো সব জায়গাতেই রয়েছে।”

যদিও এই যাবতীয় দাবি উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের কথায়, “হৈমন্তী কোথায় ছিল তা যদি খগেন মুর্মু জানতেন সেক্ষেত্রে কেন তিনি থানায় গেলেন না!” সবমিলিয়ে BJP সাংসদের এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

Haimanti Ganguly : হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে ৩ টেট প্রার্থীর নাম, চাঞ্চল্যকর অভিযোগ আন্দোলনকারীদের
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ প্রথম হৈমন্তীর প্রসঙ্গ টেনে আনেন। সমস্ত টাকা হৈমন্তীর কাছে রয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

কে এই হৈমন্তী?
নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী। যদিও তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন বলে জানা যাচ্ছে। টলিউডের কিছু সিরিয়াল এবং সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। যদিও এই সিনেমাগুলিতেও তাঁকে সুপারিশ করা হয়েছিল, উঠে এসেছে এই তথ্য।

Kunal Ghosh On Recruitment Scam: হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে নম্বর লেখা কাগজ! বিরোধীদের কটাক্ষের জবাব কুণালের
কিছু সিনেমা সিরিয়ালে কাজ করলেও খ্যাতির শীর্ষে ওঠা হয়নি হৈমন্তীর। কিন্তু, তাঁর বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। নামী গাড়ি, ফাইভ স্টার যাপন- কী ভাবে এত টাকা আসত হৈমন্তীর কাছে? এই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও হৈমন্তীর মায়ের দাবি, তাঁর মেয়ে অভিনয় করে পেট চালাতেন। গোপাল দলপতির সঙ্গেও তাঁর খুুব একটা ভালো সম্পর্ক ছিল না। মেয়ে জামাইয়ের ডিভোর্স হচ্ছে বলেও জানান তিনি।

তাঁর আরও দাবি ছিল, “আমার মেয়ে কোনও দোষ করেনি। ও সৎ বংশের মেয়ে। কোনও অন্যায় কাজ করতে পারে না। এখন হয়তো ও ব্যস্ত রয়েছে। সঠিক সময়ে হৈমন্তী সকলের সামনে আসবে।” যদিও মেয়ে এখন কোথায়? সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *