Madhyamik 2023 : ঘাটালে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালেই হল পরীক্ষার ব্যবস্থা – a madhyamik examinee give exam from chandrakona gramin hospital


Paschim Medinipur : হঠাৎ পায়ে কামড় দেয় অজানা পোকা বা প্রাণী। অসুস্থ হয়ে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী। তবে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকেনি চন্দ্রকোণার বাসিন্দা আরিফা খাতুন। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী।

পরীক্ষার যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য হাসপাতালে রয়েছে পুলিশি নিরাপত্তা। চন্দ্রকোণা পুরসভার ১ নং ওয়ার্ড ইলামবাজার এলাকার বাসিন্দা আরেফা খাতুন এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাড়ির পাশের রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল আরেফা।

Madhyamik Examination 2023 : মাধ্যমিকের প্রথম দিনে অসুস্থ ছাত্রী, হাসপাতালেই ইংরেজি পরীক্ষার ব্যবস্থা প্রশাসনের
আর তখনই আরেফার পায়ে হঠাৎ করে পায়ে কামড় দেয় অজানা কোনও পোকা বা প্রাণী। ক্ষতস্থানে জ্বালা ও ব্যথা অনুভব করে আরেফা। অসুস্থতা বাড়লে আরেফাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে।

গতকাল সন্ধ্যা থেকেই চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আরেফা। চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বর্তমানে আরেফার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। পুলিশি নজরদারির মধ্য দিয়ে চলছে তার মাধ্যমিক পরীক্ষা।

চিকিৎসক বলেন, “আরেফা খাতুন নামে ওই ছাত্রী কালকে কিছু একটা পোকা বা প্রাণী কামড়ের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। শরীর এখন ভাল আছে। কোনও অসুবিধা নেই। যেহেতু অজানা কোনও প্রাণীর বিষক্রিয়তার কারণে ও অসুস্থ তাই ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেই কারণে হাসপাতাল থেকেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।”

Madhyamik Examination 2023 : মাধ্যমিক চলাকালীন মালদায় অসুস্থ ২ পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষা ব্যবস্থা করল স্কুল
হাসপাতাল থেকে জানানো হয়, এদিন সকালে আরেফার স্কুলে খবর দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল থেকে শিক্ষক এসে আরেফার পরীক্ষার ব্যবস্থা করে হাসপাতালের মধ্যেই। খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পরীক্ষার জন্য পুলিশি পাহাড়ার ব্যবস্থাও করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বারাসত হাসপাতাল থেকেও ৩ জন মাধ্যমিক পরিক্ষার্থী পরীক্ষা দেয়। শারিরীক অসুস্থতা কারণে এই তিনজন পরিক্ষার্থী আজ পরিক্ষা দেয় বারাসত হাসপাতালের অবজারভেশন রুমে। এদের মধ্যে ২জন ছাত্রী ও একজন ছাত্র ছিল।

Uttar 24 Pargana News : প্রসবের কয়েক ঘণ্টা পরেই মাধ্যমিক, হাসপাতালের বেডে বসেই পরীক্ষা রেবেকার
বোদাই স্কুলের ছাত্রী সালমা খাতুন, সঙ্গীতা পাল গঙ্গানগর বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠের ছাত্রী এবং জয়ন্ত মণ্ডল বারাসত সুখাইপল্লী উন্নয়ন বিদ্যাপীঠ স্কুলের ছাত্র। হাসপাতাল সুপার সুব্রত মণ্ডল জানান, সোমবার রাতে দুইজন পরীক্ষার্থী এবং মঙ্গলবার সকালে একজন পরীক্ষার্থী হাসপাতালে অসুস্থতা নিয়ে ভর্তি হন। এরপর প্রত্যেকের স্কুলের সঙ্গে কথা বলে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় হাসপাতালেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *