Madhyamik 2023 : ভাইরাল জ্বরে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা – madhyamik examinee giving exam from siliguri hospital as viral fever increases


Siliguri News : ভাইরাল জ্বরে কাবু হয়ে যাচ্ছে অনেক খুদেরাই। এবার ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিতে হল এক মাধ্যমিক পরীক্ষার্থীকে। পরীক্ষার্থীর নাম অনন্যা ঘোষ। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে শিলিগুড়ি সহ নানা জায়গায় ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে বহু মানুষ।

শিলিগুড়ি জেলা হাসপাতালেও জ্বর নিয়ে প্রচুর মানুষ আউটডোরে আসছেন। একই অবস্থা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও। জানা গিয়েছে, শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলের ছাত্রী অনন্যা ঘোষ। ঢাকনিকাটা এলাকার বাসিন্দা সে। সম্প্রতি ওই মাধ্যমিক পরীক্ষার্থীও জ্বরে আক্রান্ত হয়।

Madhyamik Pariksha 2023 : হাসপাতালে শুয়ে মাধ্যমিক আলিপুরদুয়ারের দেবজ্যোতির, পাশে প্রশাসন
এরপরই মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী। রবিবার থেকেই জ্বর ছিল ওই ছাত্রীর। সোমবার তাঁকে পরিবারের সদস্যরা শিলিগুড়ি হাসপাতালে নিয়ে আসে। আউটডোরে ছাত্রীকে দেখানো হয়।

এরপরই চিকিৎসক জেলা হাসপাতালে ভর্তি করতে বলেন ছাত্রীকে। স্যালাইনও দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার হাসপাতালে বেডেই পরীক্ষা দিতে হয়েছে ওই ছাত্রীকে। এদিন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরিবারের লোকজন জানায়, সুষ্ঠুভাবেই পরীক্ষা দিতে পেরেছে সে।

ছাত্রীর বাবা অশোক ঘোষ জানান, “মেয়ের কয়েকদিন ধরেই জ্বর ছিল। সোমবার হাসপাতালে নিয়ে এলে ডাক্তার ভর্তি করতে বলে। এরপর স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। স্কুলের তরফে মধ্যশিক্ষা পর্ষদে জানানো হয়। মঙ্গলবার পর্ষদের আধিকারিকদের উপস্থিতিতে বেডে বসে পরীক্ষা দিয়েছে ছাত্রী।”

Adenovirus Symptoms : বাঁকুড়ায় বাড়ছে অ্যাডিনো আক্রান্তের সংখ্যা, কী পদক্ষেপ স্বাস্থ্য দফতরের?
এখনও তিনটি পরীক্ষা বাকি রয়েছে। শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা হচ্ছে। তবে হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষ ভাল সহযোগীতা করছে। এদিকে সম্প্রতি ভাইরাল জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু হয়েছে। শিশুদেরও জ্বর নিয়ে হাসপাতাল ও মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। জ্বরের সঙ্গে কাশি, সর্দি রয়েছে।

অবস্থা অনেকের এমন দাড়াচ্ছে যে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। যে কারণে চিকিৎসকেরা শিশুদের মাস্ক পরানোর কথাও বলছেন। রাজ্যে একের পর এক মৃত্যুর খবর আসার পর ইতিমধ্যে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর।

অ্যাডিনো ভাইরাস একাধিক ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে স্বাস্থ্য দফতর। পরিস্থিতি মোকাবিলায় সোমবার বৈঠক হয় স্বাস্থ্য ভবনে। করোনা ভাইরাসের মতো এবারও প্রশিক্ষণ দেওয়া হবে পুরো রাজ্য জুড়ে।

Adenovirus Prevention: কলকাতা মেডিক্যালে ৯ মাসের শিশুর মৃত্যু, পরিবারের সন্দেহ অ্যাডিনো ভাইরাস
চিকিৎসকের পাশাপাশি যত স্বাস্থ্যকর্মী রয়েছেন সকলেই অ্যাডিনো ভাইরাস মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়। পাশাপশি ম্যান পাওয়ার থেকে ভেন্টিলেটর সব প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্য দফতরের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *