Mamata Banerjee : ‘অসুবিধা হচ্ছে না তো?’, সটান মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মমতা – cm mamata banerjee reaches bhawanipore girls high school for madhyamik examination


West Bengal News: ২৩ তারিখ থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জীবন বিজ্ঞান পরীক্ষার দিন ভবানীপুর গার্লস হাইস্কুলে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখার জন্য মূলত ভবানীপুর গার্লস হাইস্কুলে গিয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে পরীক্ষার্থীরা তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে এবং এই গরমে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হচ্ছে কিনা, সেই নিয়েও এদিন খোঁজখবর নেন মমতা। স্থানীয় তৃণমূল নেতা বাবলু সিংও মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীকে দেখে কয়েকজন তৃণমূল সমর্থক স্লোগান তুলতে থাকেন। সঙ্গে সঙ্গে তাঁদের স্লোগান তুলতে নিষেধ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, প্রায় প্রত্যেক বছরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের বাইরে যান মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: বনাঞ্চলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা, হাতির হানায় ছাত্র মৃত্যু পরেই ঘোষণা মমতার
সাগরদিঘি উপনির্বাচনের (Sagardighi By Election) জন্য একদিন বন্ধ রেখে আবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। উপনির্বাচনের কারণে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা পিছিয়ে ১ মার্চ নির্ধারিত হয়েছে। যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের প্রথম দিনই জলপাইগুড়ির এক মাধ্যমিক পরীক্ষার্থীর মর্মান্তিক পরিণতি হয়। বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় উন্মত্ত হাতির আক্রমণে মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর অর্জুন দাসের। সেই সময় উত্তরবঙ্গেই ছিলেন মুখ্যমন্ত্রী। মৃত পরীক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের সব রকমের সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Madhyamik Exam 2023 : ছেলের মৃত্যুর কথা শুনেই শোকে পাথর মা, মুখ্যমন্ত্রীর নির্দেশে অসুস্থ মহিলার বাড়িতে DM-SP
গজলডোবায় হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাসের মৃত্যুর পর নড়েচড়ে বসে প্রশাসন। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে পরীক্ষার্থীদের বাঁচাতে বাসের ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিভিন্ন বনাঞ্চলে পরীক্ষার্থীদের জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছে। বাসের পাশাপাশি পুলিশ ও বনদফতরের আধিকারিকরা নজরদারি চালাচ্ছেন।

Madhyamik Exam 2023 : ‘হাতি তাড়িয়ে দিয়েই বা কী লাভ!’, ছেলের শ্রাদ্ধের পরও আক্ষেপ কাটছে না অর্জুনের বাবার
অন্যদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, CBSE, ICSE, মাদ্রাসা সহ সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পাশাপশি মমতা বলেন, “কোনও পরীক্ষা খারাপ হলে পরীক্ষার্থীদের মন খারাপ করার কোনও কারণ নেই। সব পরীক্ষাই যে সবসময় ভালো হবে, এমন কোনও কথা নেই। কোনও পরীক্ষা যদি খারাপ হয়, প্রশ্ন কঠিন হয়। আমাদের নলেজে এলে আমরা তা দেখে নেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *