অন্যদিকে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করেছেন নওশাদ। বুধবার সেই মামলার আদালতে শুনানি রয়েছে। আদালত থেকে বেরনোর সময় নওশাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের আইনজীবীরা আগামিকাল কলকাতা হাইকোর্টে উপস্থিত থাকবেন এবং লড়াই করবেন। হাইকোর্টের মহামান্য বিচারপতিরা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীভাবে একজন বিরোধীর কণ্ঠরোধ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “সারা রাজ্যে বিরোধীদের উপর আক্রমণ চলছে। আমাদের সহযোদ্ধারা বিরোধীদের কণ্ঠরোধ করার বিরদ্ধে মুখে কাপড় বেঁধে প্রতিবাদ করেছেন। সরকার প্রতিহিংসা মূলক আচরণ করছে। যেসব ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে আমার কোনও ছবি নেই। এমনকী ISF (Indian Secular Front) কর্মীসমর্থকরাও কোনও মারধর করেনি।”
সোমবারের মতো মঙ্গলবারও হাওয়াই চটি পরে আদালতে যান নওশাদ। সেই নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তাঁর সহাস্য জবাব, “আমার চটিটা ১২ বা ১৫ হাজারের চটি নয়। আমার এটা অ্যাডিডাস, পুমা বা নাইকির চটি নয় এবং আমি দু’লাখ টাকা দামের ঘড়িও পরি না।”
নওশাদের আইনজীবী ইয়ালিন রহমান বলেন, “নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার মামলায় এদিন নওশাদকে আদালতে পেশ করা হয়েছিল। উনি জেল হেফাজতেই থাকবেন। এখানে আমার জামিনের আবেদন করিনি, কারণ মহামান্য কলকাতা আদালতে আগামিকাল সেই মামলার শুনানি হবে। ওঁনার বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।”
ভাঙড়ের হাতিশালায় তৃণমূলের-আইএসএফ সংঘর্ষের ঘটনায় নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে একাধিক থানায় মামলা রুজু করা হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিজয়রথের মধ্যে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের একমাত্র প্রার্থী হিসেবে ভাঙড় থেকে জয়ী হয়েছিলেন নওশাদ।
বিভিন্ন মহল থেকে থেকে নওশাদের গ্রেফতারির প্রতিবাদ করা হয়েছে। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (BJP Leader Suvendu Adhikari) তাঁর গ্রেফতারি নিয়ে সরকারকে নিশানা করেছেন। বুধবার নওশাদ জামিন পান কিনা