New Garia To Beleghata Metro : নিউ গড়িয়া থেকে বেলেঘাটা: পুজোর আগেই মেট্রোর আশা – kolkata metro authorities want to continue new garia to beleghata train within durga puja


এই সময়: কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) অনুমোদন চলে এসেছে কয়েক দিন আগেই। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর শাখায় বাণিজ্যিক ভাবে যাত্রী পরিবহণ শুরু হওয়া এবার সময়ের অপেক্ষা। এর মধ্যেই জোর কদমে চলছে ওই শাখার সম্প্রসারণের কাজ। রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বিমানবন্দরের দিকে আরও চার কিলোমিটার সম্প্রসারণের কাজ শেষ করে পুজোর মধ্যেই অরেঞ্জ লাইনে ৯.৪ কিলোমিটার অংশে ট্রেন চালিয়ে দিতে চাইছেন কলকাতা মেট্রোর কর্তারা।

Dumdum Cantonment Metro Station : দমদম ক্যান্টনমেন্ট স্টেশনই হবে গেম চেঞ্জার! দিনে ৭০ হাজার যাত্রীর আশা
কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের পর যত দ্রুত সম্ভব কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে যুক্ত হতে চলেছে আরও চারটি স্টেশন। ভিআইপি বাজার, উত্তর পঞ্চান্নগ্রাম, ধাপা/মাঠপুকুর ও বেলেঘাটা অঞ্চলকে মেট্রোর রুটে যুক্ত করতে পুজোর আগেই তৈরি হয়ে যাবে ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা – এই চারটি স্টেশন। আপাতত কবি সুভাষ থেকে রুবি মোড় পর্যন্ত ৫.৪০ কিলোমিটার দীর্ঘ অংশে বাণিজ্যিক ভাবে মেট্রো চালানোর অনুমোদন মিলেছে।

তবে অক্টোবরের মধ্যেই অরেঞ্জ লাইনের অনুমোদিত রুটের দৈর্ঘ্য আরও চার কিলোমিটার বেড়ে ৯.৪০ কিলোমিটার হতে চলেছে বলে জানাচ্ছে নির্মাণের দায়িত্বে থাকা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (RVNL)। কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইন। বেলেঘাটা স্টেশন চালুর অর্থ, সল্টলেকের দরজায় এসে পড়া।

New Garia Ruby Metro : গড়িয়া-রুবি মেট্রো চালু নিয়ে জট? মুখ খুলল কর্তৃপক্ষ
অরেঞ্জ লাইনের রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত অংশে নির্দিষ্ট দূরত্ব অন্তর ভায়াডাক্ট তৈরির কাজ হয়ে গিয়েছে। তবে, বাইপাসের উপর একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে ১১০ মিটার দীর্ঘ জায়গায় এখনও পর্যন্ত কোনও ভায়াডাক্ট তৈরি করা হয়নি। এই জায়গায় ভায়াডাক্ট তৈরির জন্য বাইপাসে অন্তত ৪৫ দিনের একটি আংশিক রোড ব্লক প্রয়োজন বলে জানিয়েছে RVNL। পুলিশের কাছে এমন প্রস্তাব পাঠানোর পর জানুয়ারিতে পুলিশকর্তারা ওই অংশ পরিদর্শনও করেন।

ভিআইপি বাজার থেকে বাইপাস বরাবর বিমানবন্দর অভিমুখে যাওয়ার যে অংশটি রয়েছে, সেই অংশেই ভায়াডাক্ট তৈরি হবে। কলকাতা মেট্রোর পক্ষ থেকে ২০২৩-এর অক্টোবরেই এই অংশে ট্রেন চালানোর ডেডলাইন ধার্য করা হয়েছে। কলকাতা মেট্রোর কর্তারা জানাচ্ছেন, একবার বেলেঘাটা পর্যন্ত অংশে মেট্রো চলতে শুরু করলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং সেখান থেকে যাত্রীদের অরেঞ্জ লাইন ধরে বেলেঘাটা পর্যন্ত অংশে যাতায়াত করতে অত্যন্ত সুবিধা হবে।

Kolkata Metro : রবীন্দ্র সদনে মেট্রোয় ধোঁয়া! অফিস টাইমে পাতালে তীব্র আতঙ্ক
অরেঞ্জ লাইনে তৎপরতা

* বিস্তার – নিউ গড়িয়া থেকে বিমানবন্দর
* দৈর্ঘ্য – ৩২ কিলোমিটার
* মোট স্টেশন – ২৪
* সিআরএস অনুমোদন এসেছে – নিউ গড়িয়া থেকে রুবি মোড়
* এই অংশের দৈর্ঘ্য – ৫.৪০ কিলোমিটার
* স্টেশন – কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়
* কাজ চলছে – রুবি থেকে বেলেঘাটা
* দৈর্ঘ্য – চার কিলোমিটার
* স্টেশন – ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা
* অক্টোবরে চালু হওয়ার আশা – ন’টি স্টেশন (৯.৪ কিলোমিটার দীর্ঘ লাইন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *