Nisith Pramanik : ‘… বাধা উপেক্ষা করে এগোতে জানি’, পুলিশকে কড়া বার্তা নিশীথের – central minister nisith pramanik gives open challenge to west bengal police


West Bengal News : সোমবার রাতে পুলিশের দ্বারা ‘আক্রান্ত’ এক BJP কর্মীর বাড়িতে এসে পুলিশ প্রশাসনকে কার্যত খোলা চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। উল্লেখ্য, কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাটে গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত BJP কর্মী পঙ্কজ বুচ্চার বাড়িতে রবিবার গভীর রাতে তাণ্ডব চালিয়েছে পুলিশ। তারপরেই সোমবার রাতে ওই দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় মন্ত্রী।

সেখানে তিনি বলেন, “তল্লাশির নামে ওই ফ্ল্যাটবাড়িতে রাতের অন্ধকারে যা করা হয়েছে তা ঠিক হয়নি”। তল্লাশির নামে গুন্ডামি চালিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের।

Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, ছোড়া হল বোমা-পাথর
সোমবার রাতে কোচবিহার শহরের বাদুড়বাগান এলাকায় BJP কর্মীর ওই ফ্ল্যাট বাড়িতে যান। সেখানেই তিনি ওই অভিযোগ করেন। এদিন তিনি আরও বলেন, “আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আমার আরও অনেক কর্মসূচি রয়েছে। সেখানেও যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে বাধা দিলে যা হয় তাই হবে। বাধাকে উপেক্ষা করে কি করে এগোতে হয় তা আমার জানা আছে। যে কোনও রকমের বাধা উপেক্ষা করে এগোতে জানি আমি।”

তৃণমূল কংগ্রেসের দলীয় মদতেই যে পুলিশ প্রশাসন স্থানীয় BJP নেতা কর্মীদের হেনস্তা করছে, তা দাবি করে বলেন নিশীথ। উল্লেখ্য, শনিবার বারবেলায় উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। নিশীথ প্রামাণিক সেখানে শনিবার মিছিল করেন। সেই মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

Nisith Pramanik: নিশীথের কনভয়ে হামলা ঘিরে অশান্তি, ২৮ বিজেপি নেতা-কর্মীর নামে মামলা দায়ের
কোচবিহারের দিনহাটার অন্তর্গত বুড়িরহাট এলাকায় মন্ত্রীর জনসংযোগ কর্মসূচি ছিল। সেখানেই চলে গুলি, বোমাবাজি। রণক্ষেত্রের চেহারা নিয় কোচবিহার। তারপর থেকেই রাজনৈতিকভাবে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে গোটা জেলা।

কেন্দ্রীয় মন্ত্রীর মিছিলে বোমা, গুলি চলায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। নিশীথের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর প্রাণনাশ করতে চায়। তিনি বলেন, “প্রাণে মারতে চাইলে স্থান-কাল জানাক তৃণমূল, সেখানে গিয়ে হাজির হব। কিন্তু আইনশৃঙ্খলা ভেঙে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করার অধিকার নেই। অনেক চেষ্টা করেও তৃণমূল উত্তরবঙ্গে প্রত্যাখ্যাত হয়েছে। সেই কারণেই এভাবে উত্তরের মানুষদের ওপর প্রতিশোধ নিচ্ছে তৃণমূল।”

Nisith Pramanik : ‘প্রাণে মারার চেষ্টা হয়েছিল, রাজবংশী ছেলে বলে প্রতিশোধ?’ আবেগ উসকে প্রশ্ন নিশীথের
এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী উসকে দিয়েছেন রাজবংশী ‘আবেগ’ও। এই নিয়ে তিনি বলেন, “একজন রাজবংশী ছেলে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে বলেই কি প্রতিশোধের আগুন? নাকি তৃণমূলের নিজেদের নেতাদের উপর বিশ্বাস নেই?” এমন প্রশ্নই তুলেছেন কোচবিহারের ঘরের ছেলে। পুলিশের ভূমিকা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে, এমন কথাও বলেন নিশীথ প্রামাণিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *