Purba Medinipur : লাগাতার বিক্ষোভের জেরে বন্ধ হলদিয়ায় কারখানা, মাথায় হাত শ্রমিকদের – workers protest in haldia emami factory for salary increase


West Bengal News : লাগাতার শ্রমিক বিক্ষোভের জেরে বন্ধ হয়ে রয়েছে হলদিয়া ইমামি ভোজ্য তেল উৎপাদন কারি কারখানা। হলদিয়ার ওই বেসরকারি কারখানায় গতকাল সোমবার রাতের পর মঙ্গলবার সকাল থেকে আবার বিক্ষোভে সামিল হয়েছেন শ্রমিকরা। আর সেই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে গিয়েছে কারখানার উৎপাদন। শ্রমিকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে হলদিয়ার ইমামি গেটের সামনে বিক্ষোভে সামিল হন শ্রমিকরা।

সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। হলদিয়ার কারখানায় COD-র মাধ্যমে শ্রমিকদের বেতন কাঠামো ঠিক করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু সেই বেতন কাঠামোয় খুশি না হওয়ায় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন।

Purulia Municipality : বকেয়া বেতনের দাবিতে সাফাই কর্মীদের কর্মবিরতি অব্যাহত, সমস্যায় বাসিন্দারা
রাত প্রায় ৩ টে পর্যন্ত বিক্ষোভে সামিল থাকেন তারা। সোমবারের পাশাপাশি এদিন মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা একে একে এসে কারখানার গেটের সামনে হাজির হন। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় কারখানার উৎপাদন।

হলদিয়ায় শ্রমিক অসন্তোষ দূর করার জন্য শ্রমিকদের পাশে থেকে INTTUC শ্রমিক সংগঠন আন্দোলন করে চলেছে। এই কারখানায় ১৫০০ শ্রমিক নিযুক্ত। শ্রমিকরা তাদের বেসিক পে বৃদ্ধির দাবি জানিয়েছেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা মানছে না। সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা।

Purba Medinipur : কাঁথি পুরসভা নির্বাচনের বর্ষপূর্তি, ‘ছাপ্পাশ্রী দিবস’ পালন করল BJP
এখন দেখার এই আন্দোলনের মধ্যে দিয়ে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন পাবেন কি না। নাকি অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে। এই বিষয়ে কারখানার শ্রমিক শেখ সামাদ জানান, “আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটাতে চাই। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা মানতে চাইছে না। আমরা কারখানা বন্ধের পক্ষে নই। আমরাও চাই কারখানার উৎপাদন শুরু হোক। আলাপ আলোচনা মাধ্যমে সমস্যার সমাধান হোক এটাই চাই।”

অন্য এক শ্রমিকের বক্তব্য, “আমাদের বেসিক পে সেই অনেক বছর আগে থেকে একই রয়ে গিয়েছে। বহুবার এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। কর্তৃপক্ষ সটান না বলে দিয়েছে। কিন্তু এভাবে চলা যায় না। দিন দিন মূল্যবৃদ্ধি যেভাবে বাড়ছে তাতে সংসার চালানো মুশকিল হয়ে গিয়েছে। কারখানা কর্তৃপক্ষ আমাদের কথা শোনেনি বলেই এই লাগাতার আন্দোলন।”

Fire Incident : গভীর রাতে ভয়াবহ আগুন ভাটপাড়ার জুট মিলে, ষড়যন্ত্রের অভিযোগ
এদিকে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার INTTUC সভাপতি চন্দন দে’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও উত্তর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, শ্রমিকদের বোঝাতে আসরে নামেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা। যদিও নিজেদের দাবিতে এখনও অনড় রয়েছেন শ্রমিকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *