Siliguri News : সতর্ক করেও কাজ হয়নি! জেসিবি দিয়ে হকার উচ্ছেদ অভিযান শুরু শিলিগুড়িতে – siliguri municipal corporation takes eviction programme on siliguri hospital road area
West Bengal News : শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে রাস্তায় দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ দোকানপাট। হকারদের একাধিকবার সতর্কতা সত্বেও জায়গা খালি করার বন্দোবস্ত হচ্ছিল না। অবশেষে জেসিবি মেশিন এনে হকার উচ্ছেদে নামল শিলিগুড়ি পুর নিগম। মঙ্গলবার সকাল থেকেই অবৈধ দোকান, ঝুপড়ি উচ্ছেদে নামে পুর কর্মীরা।

তবে হকারদের রুজিরুটির ক্ষতি হওয়ায় আগামী দিনে তাঁদের নিয়ে বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। পুলিশের সঙ্গে হকারদের রোজই চলত লুকোচুরি খেলা। পুরনিগমের কর্মী, পুলিশ এলে দোকানপাট কিছুক্ষণের জন্য তুলে দেওয়া হতো।

 

Alipurduar News : মজুরি বৃদ্ধির দাবিতে হাসপাতালের স্টাফদের কর্মবিরতি! ভোগান্তিতে রোগীরা
আবার পুলিশ চলে গেলেই ফের দোকান নিয়ে রাস্তায় ফুটপাতে বসে পড়ছিলেন হকাররা। যে কারণে এবার JCB, ডাম্পার নিয়ে পৌঁছল পুরনিগম। শেষ পর্যন্ত JCB দিয়ে দোকানগুলি তুলে দেওয়ার ব্যবস্থা করে পুরনিগম। মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ি হাসপাতালের সামনের রাস্তা হকার উচ্ছেদ সম্পন্ন করা হয়।

শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে রাস্তা, ফুটপাত দখল নিয়ে দীর্ঘদিনের সমস্যা। বহুবার এ নিয়ে পুরনিগমেও সমস্যার কথা আলোচনা হয়েছে। কিছুদিন আগে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুরনিগমের কর্মীরা।

শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে ও কাছারি রোডে ফুটপাত, রাস্তা দখল করে থাকা দোকানগুলি সরিয়ে দেয়। কিন্তু কয়েকদিন যেতেই ফের রাস্তা জুড়ে দোকানগুলি বসে যায়। এর জেরে যানজট সমস্যাও বাড়ছে। সে কারণে মঙ্গলবার JCB ও ডাম্পার নিয়ে এলাকায় হাজির হয় পুরনিগমের কর্মীরা।

Hooghly Shootout : যাত্রী সেজে গাড়ি ছিনতাই, GT Road-এ শ্যুটআউটের পিছনে চর্চিত ‘বিহারি গ্যাং’?
এরপরই হাসপাতাল মোড়ে ছুটোছুটি শুরু হয়ে যায় হকারদের মধ্যে। এদিন হাসপাতাল মোড় ও কাছারি রোডে রাস্তা, ফুটপাতজুড়ে থাকা দোকানগুলিকে উঠিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে দেখা যায় লোহার, কাঠের দোকানগুলির সরঞ্জাম কোনওমতে হাসপাতালের ভেতরে লুকিয়ে রাখেন কিছু হকাররা।

যদিও এদিন রাস্তা দখলমুক্ত করতে অভিযান চালিয়ে সমস্ত দোকান বাজেয়াপ্ত করা হয়। এদিকে অভিযানে পুলিশের সঙ্গে হকারদের ব্যাপক বিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে সমস্ত দোকান সরিয়ে দেওয়া হয়েছে।

এদিন সেখানকার হকার ও ব্যবসায়ীরা জানান, শুধুমাত্র হাসপাতাল মোড়েই অভিযান চালানো হচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে সেবক রোড, হিলকার্ট রোডেও রাস্তা, ফুটপাত দখল করে বহু দোকান চলছে। কয়েক মাস আগে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ অভিযানে নেমে রাস্তা দখলমুক্ত করে। কিন্তু কোনও লাভ হয়নি।

Madhyamik Exam : বৈকুণ্ঠপুরের ঘটনায় শিক্ষা, শিলিগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি করে পৌঁছে দিল বন দফতর
পরবর্তীতে সেখানে ফের রাস্তা ও ফুটপাত দখল করে দোকানগুলি বসে যায়। রুটিরুজি হারানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন হকরাররা। মেয়র গৌতম দেব জানান, কোথাও রাস্তা দখল করা যাবে না। এনিয়ে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *