SSC Scam in Bengal: ‘ট্রাঙ্ক ভর্তি টাকা রয়েছে ফ্ল্যাটে…!’ ED-র ম্যারাথন তল্লাশির পর মুখ খুললেন ‘ধর্মপ্রাণ’ বিভাস – bibhas adhikari comments on whether he involved in teachers recruitment scam or not


TET Scam: এ যেন কেঁচো খুড়তে কেউটে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত প্রক্রিয়ায় উঠে আসছে একের পর এক নাম। হুগলির যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডলের বয়ানে সামনে এসেছে একের পর এক নাম।

‘ফ্ল্যাটে ট্রাঙ্ক ভর্তি টাকা…’


নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার উঠে এল তৃণমূলের নলহাটি-২ ব্লকের সভাপতি বিভাস অধিকারীর নাম। এদিন তাঁর শিয়ালদার ফ্ল্যাটে হানা দেয় ইডি। পাঁচ ঘণ্টা তল্লাশির পর এই সময় ডিজিটালের মুখোমুখি হয়ে তিনি জানান, তাঁর ফ্ল্যাটে ইডি কিছুই পায়নি। ফ্ল্যাটে সিল করার পরই যখন ইডির কাছে কারণ জানতে চাওয়া হয়, তখন ইডি আধিকারিকরা জানান, তাদের কাছে খবর ছিল এই ফ্ল্যাটে একাধিক ট্রাঙ্ক ভর্তি টাকা রয়েছে। যদিও পাঁচ ঘণ্টা তল্লাশিতে কিছুই মেলেনি। বিভাস অধিকারীর দাবি, ইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যা যা নথি চেয়েছে সব দেওয়া হয়েছে।

Teacher Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নাম, বিভাসের আশ্রমে নেতা-মন্ত্রীদের যাতায়াত?

অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল নেতার দাবি, ”আমাকে ফাঁসানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় আমার কোনও যোগ নেই। আপনারা তাপস ছাড়া কুন্তল ঘোষ সহ যাদের কথা বলছেন, তাদের আমার ছবি দেখিয়ে জিজ্ঞেস করুন, আমাকে চেনে পর্যন্ত না। আমিও ওদের চিনি না।”

অনুকূল ঠাকুরের আশ্রম নিয়ে প্রশ্ন

নলহাটি -২ ব্লকের কৃষ্ণপুর গ্রামে কয়েক একর জমির উপরে অনুকূল ঠাকুরের নামে বিশাল আশ্রম তৈরি করেছেন বিভাস অধিকারী। সেই আশ্রম নিয়ে দাবি উঠেছে অনুকূল ঠাকুরের মূল আশ্রমের সঙ্গে কোনও যোগ নেই। এই অভিযোগ শুনে বিভাস অধিকারী বলেন, ”সৎসঙ্গ কথাটা অনুকূল ঠাকুরের কাছ থেকে প্রথম এসেছিল। কিন্তু পুরুষোত্তম ইডিওলজি অনুযায়ী আমি তাঁর আদর্শ স্থাপন করতেই পারি। ভগবান কৃষ্ণ একজনই। কিন্তু, তাঁকে নিয়ে ট্রাস্ট যে কেউই করতে পারে। ঠাকুর তো কারও কেনা সম্পত্তি নয়।”

Primary TET Scam : মানিককে এড়িয়ে কলেজ চালানোর ‘হিম্মত’ কার? প্রশ্ন বিভাসের

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ানো নিয়ে বিভাসের দাবি, ”যে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি নির্দোষ থাকলে কেউ আমাকে ফাঁসাতে পারবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *