Teacher Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নাম, বিভাসের আশ্রমে নেতা-মন্ত্রীদের যাতায়াত? – ed started inquiry into bivas adhikari resident of tapas mandal on recruitment corruption case


এই সময়, কলকাতা ও বোলপুর:প্রাথমিকের নিয়োগ-দুর্নীতি মামলায় তাপস মণ্ডলের সঙ্গে বীরভূমের নলহাটির বাসিন্দা বিভাস অধিকারীর যোগসাজশের বিষয়ে নতুন করে খোঁজখবর শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগে কলকাতার বৈঠকখানা এলাকায় বিভাসের ফ্ল্যাটে হানা দিয়ে সিল করে দিয়েছিল ED। এ বার তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেনের সূত্রে আবারও নজরে সেই বিভাস। বীরভূমে নলহাটির বেশ কয়েকটি বিএড-ডিএলএড কলেজের সঙ্গেও যুক্ত তিনি।

অভিযোগ, সেই কলেজের পরীক্ষার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাপস। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গেও বিভাসের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি নলহাটির বাসিন্দাদের। সেখানে তাঁর একটি আশ্রমে পার্থ-মানিকদের যাতায়াত ছিল বলেও খবর।

Primary TET Scam : মানিককে এড়িয়ে কলেজ চালানোর ‘হিম্মত’ কার? প্রশ্ন বিভাসের
এর সঙ্গে নিয়োগ-দুর্নীতির যোগ কতদূর, খতিয়ে দেখছে ED। বিভাসকে তলবও করা হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যে ‘অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনে’র কর্তা তাপস মণ্ডলের ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করেছে ED। মিনার্ভা এডুকেশন সোসাইটি এবং অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশন-সহ তাপসের ওই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৮ লাখ টাকা রয়েছে।

ED-র গ্রেপ্তারি এড়াতে এর আগে নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন তাপস। কিন্তু লাভ হয়নি। CBI-র হাতে গ্রেপ্তার হন তিনি। এ বার ED আধিকারিকরা খতিয়ে দেখতে চাইছেন, নিয়োগ-দুর্নীতি নিয়ে নাড়াচাড়া শুরু হতেই তাপস কোথাও টাকা পাচার করেছেন কিনা।

WB Recruitment Scam: হাবড়ার বৃদ্ধাশ্রমে কি খাটত নিয়োগ দুর্নীতির টাকা? তাপস মণ্ডলের সূত্র মিলতেই উঠছে প্রশ্ন
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাপসের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তাপস নিজেও বিএড-ডিএলএড কলেজের মালিক। তার পরেও ১২টি অ্যাকাউন্টে মাত্র সাড়ে আট লাখ টাকা থাকার বিষয়টি সন্দেহজনক ঠেকছে ED আধিকারিকদের। তদন্তে তাঁরা জানতে পেরেছেন, তাপসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনের অ্যাকাউন্ট টাকার লেনদেন হয়েছে। সেই সব ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

দুর্নীতির এই পর্বে বিভাসের নাম নিয়েছেন আর এক অভিযুক্ত কুন্তল ঘোষ। নলহাটি এলাকায় তিনি ধর্মীয় গুরু হিসেবেই পরিচিত। একটি আশ্রমও চালান। সেই সঙ্গে তৃণমূলের নলহাটি-২ ব্লকের সভাপতিও ছিলেন।

TET Scam : গোপালের আত্মীয়ের আ্যাকাউন্টে ৬০ লাখ!
শোনা যায়, ৪-৫টি বিএড-ডিএলএড কলেজের মালিকও বিভাস। নলহাটির আশ্রম চত্বরে চারতলা বহুতল ছাড়াও রয়েছে ভেষজ ওষুধের বিশাল কারখানা। তাঁর সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি এলাকাবাসীর। ওই আশ্রমে নেতা-মন্ত্রীদের ঘনঘন আসতে দেখতেন স্থানীয়রা।

কেন্দ্রের শাসকদলের নেতারাও আসতেন সেখানে। নিয়োগ-দুর্নীতিতে নাম জড়ালেও বিভাসের দাবি, “আমার সঙ্গে দুর্নীতির কোনও যোগ নেই। চোর-ডাকতরা বাঁচার জন্যে অনেকের নাম বলে। সেটা তাদের ব্যক্তিগত বিষয়!”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *