Udayan Guha : ‘বহিরাগত গুন্ডা নিয়ে এলাকায় ঢুকেছিলেন নিশীথ’, সুকান্তর পালটা উদয়ন – udayan guha slam bjp leader sukanta majumder on cooch behar issue


West Bengal News: শনিবার কোচবিহারে বুড়িরগ্রামে আক্রমণের মুখে পড়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনকে আক্রমণের পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করেছিল বিজেপি। মঙ্গলবার কোচবিহারে দাঁড়িয়ে নিশীথের কনভয়ে আক্রমণের ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে আক্রমণ করছিলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নিশীথ প্রামাণিক গুন্ডা নিয়ে এলাকায় ঢুকেছিলেন বলেও দাবি করেন উদয়ন।

মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জে দাঁড়িয়ে উদয়নকে শুধরে যাওয়ার পরমর্শ দিয়েছিলেন সুকান্ত। সন্ধেয় সেই ইস্যুতে মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বলেন, “উনিতো পন্ডিতমশাই। উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। এভাবে আমাকে কিভাবে শুধরে যেতে হবে। আপনি আচরি ধর্ম পরকে শেখাও। আগে নিজে শোধরাক। পরে অন্যকে যেন শেখাতে আসে।”

BJP West Bengal : ‘তৃণমূলের খাকি মোর্চা’, দিনহাটা দাঁড়িয়ে পুলিশকে নিশানা সুকান্তর
এদিন উদয়নের জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলে ছিলেন সুকান্ত। তিনি জানিয়েছিলেন এখনও নির্বাচন হলে উদয়ন ৫০ হাজার ভোটে হারবেন। সেই নিয়ে উদয়ন বলেন, “তাই যদি হয় তাহলে আমি আমার বিধানসভা কেন্দ্রে পদত্যাগ করছি। উনি উনার লোকসভা কেন্দ্রে পদত্যাগ করে দিনহাটা বিধানসভা নির্বাচনে আমার বিরুদ্ধে লড়াইতে নামুক। আমি যদি নির্বাচনে হেরে যাই তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

Udayan Guha: ‘দিনহাটা দখল করতে পরিকল্পিত গুন্ডামি’, নিশীথের চামড়া তুলে দেওয়ার হুঙ্কার উদয়নের
নিশীথকে কালো পতাকা দেখাতে গিয়ে তৃণমূলের মুখ কালো হয়েছে বলে দাবি করেন সুকান্ত। সেই প্রসঙ্গে উদয়ন বলেন, “ছেলে মানুষি মানায় না। আসলে কম বয়সে হঠাৎ করে বড় পদ পেয়ে গিয়েছেন। নিশীথ প্রামাণিক বলছে দিনের বেলা আক্রমণ করার আমাদের ক্ষমতা আমাদের নেই। সুকান্ত মজুমদার বলছে কালো পতাকা দেখাতে এসে মুখ কালো হয়েছে তাই কালো পতাকা দেখাযইনি। তাহলে হল্লা রাজা যুদ্ধ করার জন্য এত সৈন্য নিয়ে আসার কী দরকার ছিল। ওই যে বলেছে তোরা যুদ্ধ করে করবি কি তা বল, আমরাও বলি সুকান্ত মজুমদার বালুরঘাটে চল।”

Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, ছোড়া হল বোমা-পাথর
এদিন নিশীথের বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তিনি জানিয়েছেন তৃণমূলে থাকাকালীন কোটি টাকা খরচ করে যে গনেশ পুজো করেছিলেন, সেই পুজোর প্যান্ডেল, লাইট ও ব্যবসায়ীদের লাখ লাখ টাকা এখনও তিনি বাকি রেখেছেন।

যদিও বিজেপির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় বলেন বলেন, “উয উন্মাদ হয়ে গিয়েছেন। তাই উল্টো পালটা বকছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *