Weather Report: মাসের শেষ থেকেই আবহাওয়ার বদল শুরু, ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস – weather forecast of west bengal temparature will gradually increase in upcoming days and it will cross 35 degree in march


Weather Forecast: বসন্তেই কী এবার জ্বালা ধরাবে গরম? দিন বাড়তেই ক্রমশই বাড়ছে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারির শেষে এসে সকালে দিকে ফুরফুরে হাওয়া থাকলেও বেলা বাড়তেই অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী।

সোমবারের মতো মঙ্গলবারও শহরের আকাশ মেঘলা। যদিও কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দিনের এবং রাতে তাপমাত্রায় সেরকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

কিন্তু, ৪৮ ঘণ্টা পর থেকে দিনের এবং রাতে তাপমাত্রা একটু একটু করে বাড়বে অর্থাৎ গরম একটু বেশি অনুভূত হবে। তবে দক্ষিণ বঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Sandakphu Snowfall: অসময়ে বরফ সান্দাকফু-ফালুটে,দার্জিলিঙে কি তুষারপাতের সম্ভাবনা?

অন্যদিকে, দোলের দিন তীব্র ভ্যাপসা গরমের পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর। দোলের দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া

সকালের মনোরম আরামদায়ক আবহাওয়া রোদ চড়তেই উধাও। মেঘলা আকাশে আরও অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। দিনভর কলকাতার আকাশ এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও এদিন শহরে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রির কোটা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Adenovirus Prevention: কলকাতা মেডিক্যালে ৯ মাসের শিশুর মৃত্যু, পরিবারের সন্দেহ অ্যাডিনো ভাইরাস

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বাকি অন্যান্য জায়গা গুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে। এই মুহূর্তে ওয়ার্নিং কোথাও কিছু নেই। সিকিমে ভারী তুষারপাতের জেরে সান্দাফু-ফালুট ঢেকেছে বরফের চাদরে। যদিও দার্জিলিঙে তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। তবে হালকা-সামান্য বৃষ্টিতে ভিজলেও ভিজতে পারে শৈলশহর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *