West Bengal Tourism : রাজ্যের আরও এক জমিদার বাড়িতে থাকার সুযোগ, ঢেলে সাজানোর পরিকল্পনা প্রশাসনের – bahin rajbari restoration work by uttar dinajpur district administration took initiative to make cottage


West Bengal News: পর্যটকদের জন্য সুখবর। রায়গঞ্জের বাহিন জমিদার বাড়িকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জমিদারবাড়িতেই পর্যটকদের জন্য করা হবে রাত্রিবাসের ব্যবস্থা। রাত্রিযাপনের পাশাপাশি জমিদারবাড়ির পিছনেই বাংলা-বিহার সীমানা বরাবর প্রবাহিত নাগর নদীতে থাকবে নৌকা বিহারের আয়োজনও। নৌকাবিহারের জন্য আপাতত দু’টি নৌকার ব্যবস্থা থাকছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আপাতত বাহিন রাজবাড়ির চারপাশ ঘেরা হবে। তবে ইটের গাঁথনি করে প্রাচীর তুলতে নারাজ কর্তৃপক্ষ। জেলা প্রশাসন সূত্রে খবর, পিলার তুলে মাটি থেকে সামান্য উঁচু প্রাচীর তৈরি হবে। তার উপরে মোটা বাঁশ দিয়ে নানা কারুকার্য ও রং করা হবে। বাইরে থেকে জমিদারবাড়ি যাতে দেখা যায়, সেজন্যই এই চিন্তাভাবনা করেছে প্রশাসন।

Digha Tour : সি ফুড খেয়ে মৃত্যু, পরিষেবা নিয়ে ক্ষোভ! দিঘার পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের
বাহিন জমিদারবাড়ি একটা সময় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ক্রমে ক্রমে তা নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। ঐতিহ্যশালী এই জমিদারবাড়ি রক্ষার করার জন্য স্থানীয় প্রশাসনের তরফে নীচের অংশে একটি পুলিশ ক্যাম্প বসানেোর বন্দোবস্ত করা হয়। রায়গঞ্জ থানার অধীনে একটি পুলিস ক্যাম্প গড়ে ওঠায় পরিবেশ অনেকটাই ভালো হয়েছে। জমিদারবাড়িতে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ ঘুরতে আসে।

এখানে পর্যটকদের সংখ্যা বাড়ছে। সেখান থেকেই এই পর্যটকে আগে এই জমিদারবাড়িতে অনেকগুলি গেট ও সিংহদুয়ার ছিল। কালের নিয়মে এখন সেসবের কোনও অস্তিত্ব নেই। পর্যটনের কথা মাথায় রেখে নতুন করে জমিদারবাড়িতে প্রবেশের জন্য একটা গেট নির্মাণের ভাবনাও রয়েছে প্রশাসনের।

Mahishadal Rajbari : পর্যটক টানতে নতুন রূপে সাজবে মহিষাদল রাজবাড়ি, পরিদর্শনে সরকারি আধিকারিকরা
জমিদারবাড়িতে বর্তমানে বিশালাকর দালান ও তার ঠিক উলটো দিকেই রয়েছে বিশাল মাঠ। যার একপাশে পুরনো মন্দির রয়েছে। এই মাঠেই পাশাপাশি কয়েকটি কটেজ তৈরির ভাবনা রয়েছে প্রশাসনের। কটেজ তৈরি পাশাপাশি জমিদারবাড়ি চত্বরের সৌন্দর্যায়ন করা হবে।

সৌন্দর্যায়নের পাশাপাশি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জমিদারবাড়ির লন, কটেজ এবং পিছনে থাকা নাগর নদীর ঘাট সৌরবিদ্যুৎ চালিত আলো দিয়ে সাজিয়ে তোলা হবে। তবে যেসমস্ত পর্যটকরা এখানে রাত্রিবাস করবেন শুধুমাত্র তারাই কটেজগুলি ব্যবহার করতে পারবেন।

Madhyamik Examination 2023 : মাধ্যমিকের প্রথম দিনে অসুস্থ ছাত্রী, হাসপাতালেই ইংরেজি পরীক্ষার ব্যবস্থা প্রশাসনের
বাহিন জমিদারবাড়ি রায়গঞ্জ ব্লকের অন্তর্গত ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ এই প্রসঙ্গে বলেন, “বাহিন গ্রাম পঞ্চায়েত এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির দাবী মেনে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। নৌকা বিহার থেকে শুরু করে, পর্যটকদের থাকার ব্যবস্থা, শৌচালয়, বাউন্ডারি ওয়াল সহ একাধিক পরিকল্পনা রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *