Alipurduar Incident: ‘কাইটা ফালামু’, পরকীয়া সন্দেহে স্ত্রীয়ের উপর চরম প্রতিশোধ স্বামীর – husband attack wife with sharp weapon at alipurduar


West Bengal Local News: রেণু কাণ্ডের ছায়া এবার আলিপুরদুয়ারে (Alipurduar)। ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীয়ের উপর হামলা স্বামীর। পরকীয়া সন্দেহে স্ত্রীয়ের পায়ে মাংস কাটার ছুরি নিয়ে হামলা বৃদ্ধ স্বামীর। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের নিমতি দোমহনী এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে সাজনী বর্মণ নামে এক ষাটোর্ধ্ব ব্যক্তি তার স্ত্রী ফুরফরি বর্মনের ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রীতিমতো মাংস কাটার ছুরি নিয়ে বউকে কোপান সাজনী বলে অভিযোগ। হামলার জেরে গুরুতর আহত ফুরফুরি বর্মণ।

Raiganj News : প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে স্বামীর! রায়গঞ্জে গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

জানা গিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে বছর চল্লিশের যুবতী ফুরফুরির পা প্রায় দুটুকরো হয়ে গিয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাংঘাতিক রক্তক্ষরণের জেরে মহিলার প্রাণের আশঙ্কা রয়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক পরিস্থিতি অবনতি ঘটলে সেখান থেকে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এই ঘটনায় ফুরফুরির বাড়ির সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে। নিমতি ফাঁড়ির পুলিশের কাছে দায়ের করা হয় অভিযোগ। অভিযুক্ত স্বামী ষাটোর্ধ্ব সাজনী বর্মনকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করে কালচিনি থানার অন্তর্গত নিমতি ফাঁড়ির পুলিশ।

Alipurduar News : আলিপুরদুয়ারে গৃহবধূকে কুপিয়ে খুন, ধৃত স্বামী-শাশুড়ি

স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগে ফুরফুরি বর্মন স্বামীর সঙ্গে মনোমালিন্যতা হওয়ায় বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। গত পরশু ফুরফুরি বর্মনের স্বামী সাজনী বর্মন ফুরফুরি বর্মনকে মানিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু তারপরই বিপত্তি।

জানা গিয়েছে, সাংসারিক বিবাদের জেরেই সাজনীর স্ত্রী অন্যত্র চলে গিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার জেরে অভিযুক্ত স্বামী সাজনী বর্মন ফুরফুরি বর্মনকে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ করতে থাকে। মঙ্গলবার রাতে সেই সমস্ত বিষয় নিয়েই দুজনের মধ্যে বিবাদ হয়। এর পরেই অভিযুক্ত সাজনী বর্মন রাগের মাথায় বলে, ‘আরও পালাবি? ঠ্যাং কেটে দেব’। এরপরই মাংস কাটার ধারালো ছুরি তুলে সোজা ফুরফুরি বর্মনের ডান পায়ে কোপ মারে বলে অভিযোগ। ধারালো ছুরির আঘাতে এক কোপেই প্রায় দু টুকরো হয়ে যায় ফুরফুরি বর্মনের ডান পা।

বুধবার অভিযুক্ত সাজনী বর্মনকে আইপিসি-র ৩০৭ ও ৩২৬ ধারায় মামলা রুজু করে পুলিশ। এদিন অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে পেশ করেছে কালচিনি থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *