Australian spinners got sharp turn due to moisture on pitch, says Team India batting coach Vikram Rathour


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমে ব্যাটিং ভরাডুবির জন্য ১০৯ রানে অল আউট হয়ে যাওয়া। এবং পরে বল করতে নেমে বিপক্ষের চার উইকেট ফেলে দিলেও, টিম ইন্ডিয়ার (Team India) দিনটা ভালো গেল না। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই ভারতের ব্যাটিংকে কাঁপিয়ে দেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেম্যান (Matthew Kuhnemann)। এরপর ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) স্পিন পিচে দারুণ লড়াই করলেন  উসমান খোয়াজা (Usman Khawaja), মার্নাশ লাবুশেনরা (Marnus Labuschagne)। ফলে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৬৩ রানে ৪ উইকেট নিলেও, রোহিত শর্মার (Rohit Sharma) দলের হাত থেকে ম্যাচ সরে যেতে চলেছে। কারণ প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া (Australia) ৪ উইকেটে ১৫৬ রান তুলে ফেলেছে। ফলে প্রথম দিনেই পড়ল ১৪টি উইকেট। যদিও ব্যাটিং ব্যর্থতার জন্য অদ্ভুত যুক্তি দিলেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। 

প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে এসেছিলেন প্রাক্তন ওপেনার। সেই সময় তাঁকে ব্যাটিং ভরাডুবি নিয়ে প্রশ্ন করা হলেন বলেন, “এই ধরনের উইকেটে ব্যাট করা রীতিমতো চ্যালেঞ্জিং। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার থেকেও বেশি চ্যালেঞ্জিং এই উইকেট। এটা ঠিক আমরা আরও বেশি রান করতেই পারতাম। তবে এটুকু বলতে পারি কেউ হতশ্রী শট খেলে আউট হয়নি। ব্যাটিং ইউনিট হিসেবে আজকের দিনটা আমাদের ভাল যায়নি। উইকেটে অনেক বেশি আদ্রতা ছিল বলে আমরা বড় রান করতে পারিনি।” 

আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: রবীন্দ্র জাদেজা চার উইকেট নিলেও, কঠিন পিচে ৪৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

আরও পড়ুন: Ravindra Jadeja, BGT 2023: জাদেজার কাণ্ডে রেগে গেলেন সুনীল গাভাসকর! কিন্তু কেন? জানতে পড়ুন

ভারতীয় টিম ম্যানেজমেন্টও আশা করেনি এতটা টার্ন হবে। রাঠোর ফের যোগ করেন, “টার্নিং উইকেটে আমরা খেলতে পছন্দ করি। এটাই আমাদের শক্তির জায়গা। প্রথম দু’টি টেস্টের উইকেট ভালই ছিল। এটা অনেকটাই শুকনো। কিউরেটরদের দোষ দিয়ে লাভ নেই। পিচ ভাল করে তৈরি করার সময় পাননি কিউরেটররা। রনজির মরশুম সদ্য শেষ হয়েছে। ম্যাচের কেন্দ্র অনেক দেরিতে পরিবর্তন করা হয়েছে। আমার মনে হয় পিচ তৈরি করার উপযুক্ত সময় পাননি কিউরেটররা।” 

ইন্দোরের পিচ বিতর্ক তৈরি করতে পারে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন ধারাভাষ্য দেওয়ার সময়ে ইন্দোরের পিচ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। জানিয়েছেন, পৃথিবীর কোনও প্রান্তে দিনের ষষ্ঠ ওভারে স্পিনারের হাতে বল তুলে দিতে হয় না। রবি শাস্ত্রী তাঁকে জানিয়েছেন, ঘরের মাঠের সুবিধা নিচ্ছে ভারত। তবে পিচ একটু বাড়াবাড়িই করছে বলে জানিয়েছেন রবি শাস্ত্রী। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *