Bankura Road Accident : ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর – a police worker worker lost life due to road accident in bankura


West Bengal News : ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। মৃতের নাম উজ্জ্বল মাহাতো (৩৭)। মঙ্গলবার রাতে বাঁকুড়ার ছাতনা থানা এলাকার নিশ্চিন্তপুর গ্রাম সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, পুরুলিয়া জেলার ন’পাড়ার বাসিন্দা, পুলিশের RO অফিসে কর্মরত উজ্জ্বল মাহাতো নামে ওই পুলিশ কর্মী মঙ্গলবার রাতে ডিউটি শেষে মোটর বাইকে চেপে নিজের বাঁকুড়া শহরের বাড়িতে ফিরছিলেন। পরে রাতেই ছাতনার নিশ্চিন্তপুর সংলগ্ন ৬০ এ জাতীয় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ছাতনা থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।

Road Accident : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাতর্ভ্রমণে বেরিয়ে প্রাণ হারালেন দুই বন্ধু
তারপর তড়িঘড়ি তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পথ দূর্ঘটনাতেই ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

স্থানীয় কিছু বাসিন্দা সড়কের ওপর ওই পুলিশকর্মীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তারপরেই পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। কিন্তু শেষরক্ষা হয়নি। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা জাতীয় সড়কের ওপর দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ দেখি এক মোটর বাইক আরোহী আহত ও অচেতন অবস্থায় রাস্তায় পড়ে আছেন। দেখেই বুঝতে পারি কোনও পথ দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।”

Bardhaman News : ডাম্পারের বালিতে বাড়ির ভিতরেই চাপা পড়ে মৃত্যু
কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটল, বা উজ্জ্বল মাহাতোর বাইকটিকে কোন গাড়ি ধাক্কা মেরেছে, সেই বিষয়ে কিছুই বলতে পারেননি ওই স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যেই একজন জানান, “এই জাতীয় সড়কের ওপর দিয়ে প্রতিদিন শয়ে শয়ে গাড়ি যাতায়াত করছে। বহু ভারী ভারী লরিও যাতায়াত করে। সেগুলির মধ্যেই কোনও একটির সঙ্গে ধাক্কা লেগে এই পথ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সঠিক ভাবে বলা সম্ভব নয়।”

ইতিমধ্যেই ওই পুলিশকর্মীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার সঠিক খবর না জানা পর্যন্ত পুলিশও কোনোরকম মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, রাস্তায় গাড়ির সংখ্যা যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বাড়ছে পথ দুর্ঘটনা। আর তা যারপরনাই চিন্তায় ফেলেছে বাঁকুড়া জেলার পুলিশকে।

Road Accident : ডায়মন্ড হারবারে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির রেষারেষিতে প্রাণ গেল ঠাকুমা-নাতির
পুলিশের একটি সূত্র জানাচ্ছে, বাঁকুড়া জেলাতে প্রচুর সড়ক রয়েছে, হাইওয়েও আছে অনেক। প্রচুর যানবাহন চলে এখানে। তাই পথ দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। পথ দুর্ঘটনা রোধ করতে পুলিশ ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা গ্রহন করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *