টেলি পাড়ার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গৌরী এল (Gouri Elo)। এই ছবি দিয়েই সিরিয়ালের দুনিয়ায় পা রেখেছেন মোহনা মাইতি। আর শুরু থেকে মন জিতে নিয়েছেন দর্শকের। আমরাও বিভিন্ন সময়ে আপনাদের নিয়ে গিয়েছি গৌরী এল-র অন্দরমহলে। কথা হয়েছে গৌরী এবং ঈশানের সঙ্গেও। তাঁদের নানা সুখ দুঃখের কথা আপনাদের সঙ্গে ভাগও করে নিয়েছেন।