Hooghly Road Accident : ট্রাক-মারুতির মুখোমুখি সংঘর্ষ, স্কুলে যাওয়ার পথে জখম একরত্তি – a family facing road accident in hooghly while going school


West Bengal News : মা বাবা’র সঙ্গে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল একরত্তি। স্কুল যাওয়ার খুশিতে বেশ উৎফুল্লই ছিল সে। কিন্তু পথেই যে ভয়াবহ অভিজ্ঞতা অপেক্ষা করছে, তা জানত না সেই শিশু, জানতেন না তাঁর অভিভাবকরাও। গাড়ি চালিয়ে স্কুলে যেতে গিয়েই ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হলেন তাঁরা।

হুগলির পোলবার সেঁইয়ায় পথ দূর্ঘটনায় আহত হন তারা। আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আলিনগর থেকে মারুতি গাড়ি করে মেয়েকে হারিটের বিবেকানন্দ স্কুলে নিয়ে যাচ্ছিলেন শেখ সুরজ।

Bankura Road Accident : ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশকর্মীর
গাড়িতে তার চার বছরের মেয়ে সিরিন ও স্ত্রী পিঙ্কি ছিলেন। কেদারনগর পেরিয়ে সেঁইয়ার আগে কামারপাড়ায় চুঁচুড়া তারকেশ্বর রোডের উপর বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মারুতির মুখে। সঙ্গে সঙ্গে ট্রাক আর মারুতি রাস্তা থেকে কলা বাগানে নেমে যায়।

চোখের সামনে এই দুর্ঘটনা দেখে আচমকিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রাই আহতদের উদ্ধার পরে হাসপাতালে পাঠান। পড়ে খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

Asansol Road Accident : আনন্দে মুহূর্তে বদলে গেল কান্নায়! আসানসোলে ভয়াবহ দুর্ঘটনার কবলে বরযাত্রী, তারপর…
এই বিষয়ে আহত শেখ সুরজ জানান, “মেয়েকে গাড়ি করে আমিই প্রতিদিন স্কুলে দিয়ে আসি। আজও আমি যাচ্ছিলাম স্ত্রী ও মেয়েকে নিয়ে। হঠাৎ করে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে সজোরে আমার গাড়িতে ধাক্কা মারে। আমি বাঁদিক দিয়ে যাচ্ছিলাম। ট্রাকটি আচমকা সামনে এসে যায়। পুরো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।”

এই দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “আমাদের চোখের সামনে এই দুর্ঘটনা ঘটল। চারচাকা গাড়িটি ঠিকঠাক ভাবে নিজের রাস্তা ধরেই এগোচ্ছিল। কিন্তু ট্রাকটি উলটো দিক থেকে বেপরোয়া ভাবে আসছিল। সেখানেই মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়। কপাল ভালো যে চারচাকা গাড়ি বা ট্রাক, কোনওটিই বিশাল গতিতে যাচ্ছিল না। নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

স্থানীয়রা জানান, দূর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। অভিযোগ করে স্থানীয়রা আরও বলেন, এই এলাকায় রাস্তায় গর্ত থাকায় এর আগেও দূর্ঘটনা ঘটেছে। বারবার প্রশাসন বা পঞ্চায়েতকে বলার পরেও রাস্তা ঠিক করা হয়নি।

Madhyamik Exam 2023 : দুর্ঘটনায় মৃত্যু বাবার, চোখের জলে মাধ্যমিক কাশ্মীরের
তাঁরা বলেন, রাস্তায় বড় বড় গর্ত থাকার ফলে গাড়ি চালকরা ঠিকভাবে গাড়ি চালাতে পারেন না। আর তারমধ্যেই ট্রাক চালকড়া দ্রুতগতিতে ট্রাক চালিয়ে থাকেন। তাই এত দুর্ঘটনা এই এলাকা জুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *