Jalpaiguri Tea Worker : চা শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ – tea worker inttuc members dharna agitation surrounding bjp minister john barla house


West Bengal News : বকেয়া প্রভিডেন্ট ফান্ড সহ চা শ্রমিকদের একাধিক দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় অনগ্রসর শ্রেণি দফতরের প্রতিমন্ত্রী জন বার্লার বাড়ির সামনে ধরনায় INTTUC। টানা ছয় দিন ধরে এই ধরনা আন্দোলন চলবে বলে জানিয়েছে INTTUC নেতৃত্ব। চা শ্রমিকদের একাধিক দাবি-দাওয়ার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই এই আন্দোলন বলে জানান হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই কোচবিহারে BSF-র গুলিতে নিহত এক যুবকের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনেও বিক্ষোভ পালন করে রাজ্যের শাসক দল। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী জন বার্লার বাড়ির সামনে ধরনায় বসে তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC।

Nisith Pramanik: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা, ছোড়া হল বোমা-পাথর
বুধবার সকাল থেকে বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূলের শ্রমিক নেতা-কর্মীরা। সেখানে চা শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড দেওয়া সহ একাধিক দাবিতে বিক্ষোভ প্রদর্শিত হয়। চা শ্রমিকদের PF, ৬০ বছরে অবসর, চা বাগানের পড়ুয়াদের স্কলারশিপের টাকা সহ একাধিক দাবিতে এই বিক্ষোভ দেখানো হয়।

জলপাইগুড়ি INTTUC জেলা সভাপতি রাজেশ লাকরার নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে চা শ্রমিকরা জমায়েত হন। টানা ছয় দিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও বারলার বাড়ির সামনে ধরনা ও বিক্ষোভে সামিল হয়েছিল তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র নেতারা।

Purba Medinipur : লাগাতার বিক্ষোভের জেরে বন্ধ হলদিয়ায় কারখানা, মাথায় হাত শ্রমিকদের
INTTUC-র জেলা সভাপতি রাজেশ লাকড়া, শ্রমিক নেতা রাজু গুরুং সহ অন্যান্যরা উপস্থিত রয়েছে এদিনের কর্মসূচিতে। রাজেশ লাকরার অভিযোগ, এত আন্দোলন সত্বেও কেন্দ্রীয় সরকারের টনক নড়েনি। যে প্রধানমন্ত্রী নিজেকে চা-ওয়ালা বলে দাবি করেন।

তিনি চা শ্রমিকদের কথা ভাবেন না। কেন্দ্রীয় বাজেটে চা শব্দের কোনও উল্লেখ নেই। সমস্যা না মিটলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেয় তৃণমূল শ্রমিক সংগঠন
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় মালবাজার সফরে এসে হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

Nisith Pramanik : ‘… বাধা উপেক্ষা করে এগোতে জানি’, পুলিশকে কড়া বার্তা নিশীথের
তিনি জানান, একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন চা শ্রমিকরা। ডিসেম্বরের মধ্যে চা শ্রমিকদের PF সহ অন্যান্য সুযোগ সুবিধা না পেলে BJP-র সাংসদ ও BJP-র বিধায়কদের বাড়ি ঘেরাও করা হবে। সেইমতো জানুয়ারি মাস থেকেই এই ধরনা -বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *