Kolkata Latest News: কলকাতায় হুক্কা বার সচলই, সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল না ডিভিশন বেঞ্চ – calcutta high court division bench did not give stay order on single bench verdict on hookah parlour issue in kolkata and bidhannagar


কলকাতা এবং বিধাননগরের হুক্কাবারগুলি চালু রাখা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হুক্কাবার বন্ধ নিয়ে উল্লেখযোগ্য ঘোষণা করেছিলেন। বহু তরুণ-তরুণী এই হুক্কা পার্লারগুলিতে গিয়ে আসক্ত হয়ে পড়ছেন, এই বিষয়টিকে সামনে রেখে তিনি জানিয়েছিলেন, কলকাতায় হুক্কা পার্লারগুলি বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়ে পুলিশি সহায়তাও চেয়েছিলেন তিনি।

কিন্তু, তাঁর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন অফ রেস্টুরেন্ট। তাদের বক্তব্য ছিল, পুর আইনে কোথাও হুক্কা বার বন্ধ করার কথা বলা নেই। সেক্ষেত্রে কেন পুরসভার অর্ডার দেখাচ্ছে পুলিশ? হুক্কা পার্লারগুলি কোনও পুর আইন ভঙ্গ করছে না বলে দাবি ছিল তাদের। এরপরেই কীসের প্রেক্ষিতে হুক্কা বার বন্ধ করা হচ্ছে, তা জানতে চান বিচারপতি।

Kolkata Hookah Bar: কলকাতা ও বিধাননগরে কেন বন্ধ হুক্কা বার? জবাব তলব হাইকোর্টের
শুধু তাই নয়, কলকাতা এবং বিধাননগরের হুক্কা বারগুলি বন্ধ রাখা যাবে না, নির্দেশ দিয়েছিল আদালত। রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু, বুধবার সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও স্থগিতাদেশ দেয়নি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ৬ সপ্তাহ পর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *