কিন্তু, তাঁর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন অফ রেস্টুরেন্ট। তাদের বক্তব্য ছিল, পুর আইনে কোথাও হুক্কা বার বন্ধ করার কথা বলা নেই। সেক্ষেত্রে কেন পুরসভার অর্ডার দেখাচ্ছে পুলিশ? হুক্কা পার্লারগুলি কোনও পুর আইন ভঙ্গ করছে না বলে দাবি ছিল তাদের। এরপরেই কীসের প্রেক্ষিতে হুক্কা বার বন্ধ করা হচ্ছে, তা জানতে চান বিচারপতি।
শুধু তাই নয়, কলকাতা এবং বিধাননগরের হুক্কা বারগুলি বন্ধ রাখা যাবে না, নির্দেশ দিয়েছিল আদালত। রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু, বুধবার সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও স্থগিতাদেশ দেয়নি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ৬ সপ্তাহ পর।