Kunal Ghosh Health Update: ফুটবল খেলতে গিয়ে বিপত্তি, ভাঙা পায়ে জটিল অস্ত্রোপচার কুণালের – kunal ghosh will undergo surgery for his leg injury


West Bengal Local News আজ অর্থাৎ বুধবার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার কুণাল ঘোষের (Kunal Ghosh)। শনিবার রিপোর্টাস কাপে সংবাদকর্মীদের হয়ে খেলতে গিয়ে বিপত্তি। পায়ে বড় ধরনের চোট পান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পরে পায়ে যন্ত্রণা বাড়লে পরীক্ষায় জানা যায় বাঁ পায়ের ফিবুলা ভেঙে গিয়েছে এই তৃণমূল নেতার। তিনি নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থার কথা।

তাৎক্ষণিক প্লাস্টার ও ব্যথা কমানোর ওষুধ দেওয়া হলেও চিকিৎসকেরা জানিয়েছিলেন ফিবুলা ফের জুড়তে করতে হবে অস্ত্রোপচার। সেই মতোই বুধবার শহরের একটি বেসরকারি হাসপাতালে শুরু কুণাল ঘোষের চিকিৎসা। সূত্রের খবর, এদিন সকালেই অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে বলে খবর।

Kunal Ghosh On Recruitment Scam: হৈমন্তীর ফ্ল্যাটের সিঁড়িতে নম্বর লেখা কাগজ! বিরোধীদের কটাক্ষের জবাব কুণালের

পা ভাঙলেও শারীরিক এই অসুস্থতা দমাতে পারেনি দুঁদে রাজনীতিবিদকে। মাঠে দাপিয়ে খেলার মতোই ভাঙা পা নিয়েই সমস্ত কর্মসূচিতে দাপটের সঙ্গে উপস্থিত থেকেছেন। অপারেশনের জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত ভাঙা পায়েই সমস্ত নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন তিনি। শুধু রবিবার পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচিতে চোটের কারণে অংশ নিতে না পেরে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের থেকে ক্ষমা চেয়েছিলেন তিনি।

Mukul Roy Health Update : মাথায় জমেছে জল-রয়েছে নার্ভের সমস্যা, কেমন আছেন মুকুল রায়? জানালেন শুভ্রাংশু

এদিন হাসপাতালে ভর্তি হওয়ার আগেও ফেসবুকে একটি বিশেষ পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, ”শুভানুধ্যায়ীদের ভালোবাসা আমার বিরাট শক্তি। আর একটু পরে বাঁ পায়ে অস্ত্রোপচার। প্লেট বসবে। চোটটা এত বড়, ফিবুলা ভাঙবে, প্রথমে বুঝতেও পারিনি। সাংবাদিকতা বা রাজনীতির নির্দিষ্ট কাজের বাইরেও আমি নানাভাবে জীবনের স্রোতে থাকতে ভালোবাসি। আশা করি সব ঠিকঠাক থাকবে। কিছু কুকুর শুয়োরের আক্রমণ আমার বিনোদন, উৎসাহের উপাদান। আমি আত্মবিশ্বাসী, ঈশ্বর আমাকে দ্রুত সব কাজে ফেরার অনুমতি দেবেন। যাঁরা আগলে রাখতেন, সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই।”


সম্প্রতি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শিল্পী শুভাপ্রসন্নের (Subhaprasanna) সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। শিল্পীর সঙ্গে সংঘাত রীতিমতো ব্যক্তিগত স্তরে নেমে আসে। শিল্পী বলেন, ”কুণাল গল্প বলতে ভালবাসে।” পালটা তৃণমূল মুখপাত্র কুণালের জবাব, ”শুভাদা যা-ই বলুন, আমার যা বলার বলে দিয়েছি। আমি আর সে প্রসঙ্গে মুখ খুলতে চাই না। ”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *