Madhyamik 2023 : সন্তানরা নাছোড়, মেমারিতে একসঙ্গে মাধ্যমিক মা-ছেলের – mother and her son giving madhyamik exam together at memari


West Bengal News : সাহস জোগাত মেয়ে। পাশে দাঁড়িয়েছে ছেলেও। ছেলে-মেয়েদের কাঁধে ভর করেই প্রায় ২৫ বছর পর ফের নিজের শিক্ষা জীবনে পদার্পণ করলেন ঘাটশিলার বাসিন্দা আয়েশা বেগম। নিজের বাসনা পূরণে বসলেন এ বছরের মাধ্যমিক পরীক্ষাতেও।

এমনকি আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলেরও মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া হয়ে ওঠেনি। মায়ের সঙ্গে সেও বসল পরীক্ষায়। অভাবনীয় ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে।

Madhyamik Exam 2023 : শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়নি, মনের জোরেই মাধ্যমিকে হুগলির মহসিনা
বর্ধমান ২নং ব্লকের ঘাটশিলার বাসিন্দা আয়েশা বেগম এবং তাঁর ছেলে সেখ পারভেজ আলম একইসঙ্গে দিলেন মাধ্যমিক পরীক্ষা। আয়েশা বেগম জানিয়েছেন, ঘাটশিলা সিনিয়ার সিদ্দিকা মাদ্রাসার ছাত্রী হিসাবে তিনি এবার মাধ্যমিক দিচ্ছেন। মেমারির খাঁড়ো হাইমাদ্রাসায় পরীক্ষার সিট পড়েছে।

আইসিডিএস সহায়িকা হিসাবে কর্মরত আয়েশা বলেন, “২৫ বছর আগে বাবা ছিল না। মামার বাড়িতে কষ্ট করে বড় হয়েছি। বিয়ের পর অনেক লড়াই করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ছেলে-মেয়েকে পড়াশোনা করিয়েছি। অষ্টম শ্রেণীতে ওঠার পর ৩ মাস ক্লাস করার সুযোগ জুটেছিল। তারপর থেকে আর স্কুলে যাইনি। তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের পর সংসার সামলানো। পড়াশোনাটা আর হয়ে ওঠেনি।”

তবে নিজের মেয়েকে উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন আয়েশা। মেয়ে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ফিলোজফিতে এম.এ করিয়েছেন। বর্তমানে বি.এডের প্রস্তুতি নিচ্ছেন। মেয়ে ফের পড়াশোনা শুরু করার জন্য উৎসাহ জোগাত মাকে।

Uttar 24 Pargana News : প্রসবের কয়েক ঘণ্টা পরেই মাধ্যমিক, হাসপাতালের বেডে বসেই পরীক্ষা রেবেকার
সেখান থেকেই লড়াই শুরু। নিজের সংসার সামলানোর ফাঁকেই মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেন আয়েশা। ২০১০ সাল থেকে শক্তিগড় থানার অন্তর্গত বর্ধমান ২নং সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্পের অধীন ২০ নং কেন্দ্রের আইসিডিএস সহায়িকা কর্মী হিসাবে কাজ করছেন আয়েশা। তাঁর কথায়, মাধ্যমিকেই শেষ নন। মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিকও দিতে চান তিনি।

অন্যদিকে, আয়েশা বেগমের ছেলে সেখ পারভেজ আলমও ঘাটশিলা সিদ্দিকা সিনিয়ার মাদ্রাসার ছাত্র হিসাবে পরীক্ষা দিচ্ছে মায়ের সঙ্গেই। শনিবার ছিল আরবি পরীক্ষা। মাঝে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল পারভেজ। মুম্বাইয়ে জুয়েলারির কাজ করতে বাইরে চলে গিয়েছিল।

পারভেজ জানায়, মায়ের সঙ্গে একসঙ্গেই সেও প্রস্তুতি নিয়েছে পরীক্ষার জন্য। আয়েশা বলেন, “পাড়ায় অনেকে অনেক কিছু বলবে, আমাকেও বলছে। আমি কারও কথা শুনিনি। নিজের অধিকারটা নিজে বুঝে নিতে চাই। আমি দারুণ খুশি মা-ছেলে একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি।”

Madhyamik Exam 2023 : অদম্য জেদেই জয়, সংসার ছেড়ে হিন্দু বন্ধুর সাহায্যে মাধ্যমিকে ৩০-র সখিনা
মেমারি হাইমাদ্রাসার প্রধান শিক্ষক তোরাব আলি জানিয়েছেন, ঘাটশিলা সিনিয়ার হাই মাদ্রাসার দু’জন পরীক্ষার্থী মা এবং ছেলে। একই সঙ্গে মাধ্যমিক দিচ্ছে। এটা বলতে খুব ভালো লাগছে। মায়ের শিক্ষার প্রতি টান, মাধ্যমিক পাশের জেদ। আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত। আমরা শিক্ষকরাও উৎসাহিত হয়েছি এই ঘটনায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *